আমাদের কথা খুঁজে নিন

   

সামুর সবাই এত্ত ভালো কেন ? আজকে যে কি বাঁচা বাচ্ছি। thnx to ব্রাইটসেন্ট্রাল। সামুর ব্লগার জিন্দাবাদ।

জাগো বাংলাদেশ...... জাগো

আজকে সামুর জন্য বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেসি। আমি আগেও শুনসি যে সামুর সবাই অনেক হেল্পফুল। আজকে বাস্তব অভিজ্ঞতা হইলো। আমার সাইটের সার্ভার পেমেন্ট বাকি ছিলো। আমার কাছে কোন ডলার ছিল না।

হোস্টগেটর কে ২৮ তারিখের মদ্ধ্যে পেমেন্ট দিতে হবে তা না হলে সাইট বন্ধ । আবার ২৭ তারিখ বৃহস্পতিবার বোদ্ধ পূর্নিমার জন্য ব্যাংক বন্ধ। আবার ২৮ , ২৯ শুক্রবার আর শনিবার। কারো কাছে থেকে ডলার ধার নিতে হলে তাকে ৩ দিন পর পেমেন্ট করতে হবে। আর আমার কেঊ পরিচিত ছিল না।

কার কাছে চাবো?? তখন মনে হইল যে দেখি সামুতে একটা পোস্ট দেই। দিলাম পোস্ট। ভেবে পাচ্ছিলাম না কেউ আমাকে চিনে না জানেনা কিভাবে ২৫ ডলার প্রায় ১৮০০ টাকা কেন ধার দিবে। আমি পোস্টে আমার ফোন নম্বর দিলাম। পোস্ট দেওয়ার কিছুক্ষন এর মদ্ধ্যে আমাকে একটা ফোন আসলো।

ব্রাইটসেন্ট্রাল ভাইয়া আমাকে ফোন দিলো। দিয়ে যা বলল আমি মুগ্ধ ভাইয়ার কথা শুনে। ভাইয়া পেপল এর মাদ্ধ্যমে পেমেন্ট করে দিলো। আমি এখনো তাকে টাকাটা ফেরত দেই নি। রোববার দিব।

পরে আমি অই পোস্ট এ গিয়ে দেখি হুপফুলফরাইভার নামে এক ভাইয়া আমাকে হেল্প করতে চাইসে। যেহেতু আমি ব্রাইটসেন্ট্রাল ভাইয়ার কাছে থেকে ডলার পাইসি তাই আমার আর তার ডলার এর দরকার ছিলো না। কিন্তু তাও খুবি ভালো লাগসে যে কেও আমাকে না চিনে , না শুনে নির্দিধায় হেল্প করতে চাইসে। বর্তমান যুগে কেউ কাউকে সহজে হেল্প করতে চায় না। এর মাঝে এই দুজন কে দেখে আমি ......



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.