আমাদের কথা খুঁজে নিন

   

সামুর সাথে ছিলাম, সামুর সাথে আছি, সামুর সাথেই থাকবো...

মুন রিভার ...
দেখতে দেখতে আমার ব্লগ জীবন ১ বছর হয়ে গেলো। ১ বছরের মাথায় এসে বর্ষপুর্তি টাইপ লেখা আমার উদ্দেশ্য নয়, আসলে কিছুদিন ধরে আমার প্রিয় সামু কেন্দ্রিক কিছু নিজস্ব উপলব্ধি আমার ব্লগ স্বজনদের সাথে শেয়ার করার জন্যই একটা বিরূপ সময়ে আমার লিখতে বসা। সামু একটা কমিউনিটি ব্লগ আমরা সবাই জানি। যার অর্থ একটা আপাত নিরীহ প্রটোকল পার হয়ে যে কেউ যে কোনো স্ট্যার্ন্ডার্ড-এর পোস্ট সামুতে দিতে পারবেন। ভালো, এটা খুব ভালো একটা দিক।

লেখা শুরু করে একটা সময় অনেক মানুষ লেখার গাঁথুনীর সুন্দর একটা জগত এ পদার্পন করবে। নিশ্চিত ভাবেই এভাবে একজন যে মাপেরই হোক, লেখক তৈরী হবে। মুল প্রসঙ্গে আসি, কমিউনিটি ব্লগ হবার কারণেই সামু তে অনেক রকমের ব্লগার আসেন, দেখেন, লেখেন, কমেন্ট করেন। আমার একদম নিজস্ব অভিমত, সময় এসেছে ব্লগের সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনে আমাদের সবার সবাইকে লেখার এবং কমেন্ট করার সুযোগ দেয়ার। একজন বাংলা ভাষার ব্লগার হিসেবে এটি আমার দায়িত্ব বলে মনে করি।

আর অল্প কিছু কথা বলে আমি কয়েকটা পয়েন্টে চলে যাবো। আমার সহ ব্লগারদের এ ব্যাপারে যেকোনো মতামত আমি খুব আগ্রহ নিয়ে শুনবো, কিন্তু আমি কোনো কমেন্টের রিপ্লাই দিবো না। সবাই , আশা করবো, সবার সাথে এই প্রেক্ষিতে নিজস্ব চিন্তা ভাবনা শেয়ার করবেন। আমার বন্ধু, স্বজন এবং অন্য সকল সহ ব্লগারদের স্যালুট জানিয়ে পয়েন্টগুলো লিখলাম- ১। ব্লগে এখন থেকে আমরা কেউ কোনো অবস্থাতেই গালাগালি করবো না।

মত বিরোধ হতেই পারে, সব সময় সব কিছু একই ভাবে সবার কাছে ধরে দেয়ার চিন্তা করাটাই আসলে একধরনের একগুয়েমি। যে কোনো পোস্টে যে কোনো বিষয়বস্তু নিয়েই মতবিরোধ হোক, আমরা গালাগালি না করে যুক্তির মাধ্যমে নিজের নিজের কথা তুলে ধরবো। ব্লগে নো মোর গালাগালি, প্লিজ! ২। ব্লগে ধর্ম নিয়ে কটাক্ষমুলক আচরন দয়া করে বন্ধ করুন। ' দয়া করে' শব্দটা খুব ক্লিশে লাগে আমার কাছে, তবুও লিখছি 'দয়া করে' এ ধরনের ছেলেমানুষি আচরন বন্ধ করুন।

আপনার ধর্মের প্রতি আপনি একাগ্র থাকুন, আপনি যদি কোনো ধর্মে বিশ্বাস না করেন, ধর্ম নিয়ে পোস্ট সযতনে এড়িয়ে চলুন। কিন্তু অনুগ্রহ করে ধর্ম নিয়ে কটাক্ষ করা থেকে বিরত থাকুন। আমি ব্যাক্তিগত ভাবে একজন আস্তিক মানুষ এবং আমি চেষ্টা করি আমার ধর্মের অনুশাষন মেনে চলতে, হয়ত পারিনা সেটা আমার অক্ষমতা, কিন্তু যে কোনো ধর্ম নিয়ে অবমাননামুলক মন্তব্য করার কোনো অধিকার আমার নেই। যারা কোনো ধর্ম বিশ্বাস করেন না, অথবা নির্দিষ্ট ধর্মের প্রতি আপনাদের তীব্র বিরাগ রয়েছে, আপনারা আপনাদের বিরাগ নিজেদের মধ্যে রাখুন, এ ব্যাপারে নিজেকে জ্ঞানী বা ওভারস্মার্ট প্রমান করতে চেয়ে ব্লগের পরিবেশ নষ্ট করবেন না, প্লিজ ! ৩। আমাদের দেশে অনেক রকম রাজনৈতিক দল রয়েছে।

ব্লগে আপনার বিপরীত আদর্শের সমর্থকদের প্রতি মারমুখী আচরন বন্ধ করুন, সহনশীল হোন। আমরা এখানে ব্লগিং করতে এসেছি , আক্ষরিক অর্থেই কোনো ক্যাচাল করতে আসি নাই। ৪। রাজাকার..... এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় নাই। প্রিয় সামু ব্লগে রাজাকারদের কোনো ছাড় দেয়া হবে না।

আমার প্রিয় বাংলাদেশ, আমার প্রিয় পতাকা, আমার প্রিয় ভাষা -কে যারা অবমাননা করবে, তাদের অতীতেও ব্লগে সমুচিত জবাব দেয়া হয়েছে, এখনও হবে । রাজাকার প্রশ্নে এক বিন্দু পরিমান ছাড় নাই বাংলাদেশের মাটিতে। আমার হিসেব সোজা, দেশ নিয়ে যারা অবমাননামুলক কথা বলবেন তারা রাষ্ট্রদ্রোহী। তাদের সাথে কোনোরকম আপোষ নাই, বন্ধুত্ব নাই, কিচ্ছু নাই। যখনই এ ধরনের পোস্ট দেখবেন, রিপোর্ট করবেন, প্রতিবাদ করবেন।

কিন্তু সেই প্রতিবাদের ভাষা উগ্র করবেন না, গালাগালি করবেন না। গালাগালি কুকুরের সাথে করে লাভ নাই, আছে? এই ছিলো আমার বক্তব্য। মোদ্দা কথা আমি আমার প্রিয় সামু ব্লগে ব্লগিং এর সুস্থ স্বাভাবিক পরিবেশ চাই। আমরা ব্লগাররা সামু-র ব্যানারে ব্লগিং করি, ভবিষ্যতেও করবো। কোনো অবস্থাতেই আমরা সামু কে ছেড়ে যাবো না।

সামুর সাথে ছিলাম, সামুর সাথে আছি, সামুর সাথেই থাকবো। ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.