আমাদের কথা খুঁজে নিন

   

সামুর ব্লগ পোস্টে HTML Script সাপোর্ট সুবিধা দেয়ার জন্য সামুর কতৃপক্ষের নিকট একখানা আবেদন পত্র ...


মজার মজার ইমোটিকোনস ব্যবহার করতে কার না ভালো লাগে বলুন? ইমোটিকোনস ব্লগিং এ একটা অন্য রকম মজার পরিবেশ সৃষ্টি করে দেয়। এছাড়াও এইচটিএমএল স্ক্রিপ্ট ব্যবহার করে আমরা আমাদের পোস্টে সহজেই বিভিন্ন ধরনের স্টাইল, বাটন, টেক্সটের Align, ছক, ইমেজ, এনিমেটেড ইমেজ, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, ইত্যাদি ইত্যাদি যোগ করতে পারবো। এসব ফিচার যদি আমরা ব্যবহার করতে পারতাম তো ব্লগিং করতে আরো অনেক বেশী মজা পেতাম। এইচটিএমএল স্ক্রিপ্ট এর সুবিধার কথা বলে শেষ করা সম্ভব না। আপনার সামনে এখন যে সামুর পেজটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই HTML script বেসড।

তাই ব্লগিং এর আসল মজা পেতে আপনিও HTML স্ক্রিপ্ট সাপোর্টের জন্য আওয়াজ দিন। আমরা সবাই যদি এটির জন্য এক হয়ে দাবি জানাই তখন সামু কতৃপক্ষ অবশ্যই বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবে দেখবে। আবেদন ক্রমে আতিক সাজাপ্রাপ্ত পলাতক আসামি ই=এমসিস্কয়ার শৌখিন ছেলে বিডিফয়ছল অনেকের মধ্যে একজন অচিন.... ভদ্র পোলা tanbir10 মুন্না-কিশোরগঞ্জ চাণক্য হিম িহজবুল বাহার পিপাসুক আপনারাও যারা আমার সাথে দাবি জানাতে চান, তারা নাম লিখান... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.