জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ঠ মুক্তি সেখানে অসম্ভব
কয়েক দিন আগে একটা পোষ্ট দিয়েছিলাম। সামুতে ব্লগার সংখ্যা কত ?
উত্তর দেখে মনে হয়ে হল সামুতে ব্লগার সংখ্যা প্রায় ৩৮০০০। যদিও আমি কখনও লগইন করলে অনলাইনে ২০০ এর বেশী ব্লগার দেখি না।
যেকোন ওয়েব সাইটেরই লংটার্ম চিন্তা ভাবনা থাকে। আমার মনে হয় সামুরও সেটা আছে।
সামুও চায় তাদের ব্লগার সংখ্যা এক সময় লাখ ছাড়িয়ে যাবে।
সামু এখন লোড হলে যতজন ব্লগার অনলাইনে আছেন সবার প্রোফাইল ছবি লোড করে।
একসময় যখন সামুর ৩৮০০০ হাজার ব্লগার ( ধরে নিলাম ব্লগার সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে ) অনলাইনে আসবে তখন
এক , সামুর হোমপেইজ লোড হতে কতক্ষন লাগবে কারন তখন ৩৮০০০ ব্লগারের প্রোফাইল পিক সায়মালটেনিওয়াসলি লোড করতে হবে ?
দুই, ২০০ জন ব্লগারের প্রোফাইল ছবি সামুর হোম পেইজে যে জায়গা দখল করে ৩৮০০০ ব্লগারকে জায়গা দিতে হলে ১৯০ গুন জায়গা (ব্লগার বাড়ার সাথে সাথে এই জায়গার পরিমান বাড়তে থাকবে)।
সামুর বয়স কত আমি জানিনা। ৪-৫-৬ বছর হবে হয়ত।
এর মধ্যেই অনেকের "আমার প্রিয় পোষ্ট " এ যে হারে পোষ্ট জমা হচ্ছে কর্তৃপক্ষের কোন হুশ নেই।
এখনই অনেকের "আমার প্রিয় পোষ্ট " পুরোটা দেখতে হলে মাউসের স্ক্রল ঘুরাতে ঘুরাতে হাত ব্যাথা হয়ে যায়। আবার অনেকের তো দেখছি পোষ্ট করার নাম নাই প্রিয়তে নিয়ে রাখছে একগাদা পোষ্ট যার কারনে "আমার প্রিয় পোষ্ট " টেমপ্লেট টা মূল টেমপ্লেট থেকে বের হয়ে যায়।
সামুর বয়স যত বাড়বে "আমার প্রিয় পোষ্ট " টেমপ্লেট টাও তত বাড়বে।
এক্ষেত্রে কর্তৃপক্ষ এখানে পেজিনেশন এড করতে পারে অথবা পোষ্ট আর্কাইভ এর মত করতে পারে।
প্রতিদিনই সামুতে ব্লগার সংখ্যা বাড়ছে সাথে সাথে সবার "আমার প্রিয় পোষ্ট " এর লিস্টি টাও বাড়ছে।
ডেভেলপার ভাইজানরা ব্যাপারটাকে এখন গুরুত্ব না দিলেও একসময় দিতে বাধ্য হবেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।