আসুন অন্যের বিচার করার আগে আয়নায় নিজের চেহারাটা দেখি। ( নিরস, বে-রসিক ও কট্টরপন্থিরা দূরে থাকুন। শুধুমাত্র খোলা মন মানসিকতা ও বন্ধুত্বপরায়ন ব্লগারদের জন্য প্রযোজ্য )
টি২০ বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেট প্রেমিদের জন্য ESPN Cricinfo একটি গেমিং কনটেস্ট শুরু করেছে। এই প্রতিযোগিতায় বিশ্বের সব দেশের মানুষ অংশগ্রহণ করতে পারলেও শুধুমাত্র ভারত, আমেরিকা, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নাগরিকরা পুরষ্কারের জন্য বিবেচিত হবেন। তাই আমরা সামুর কিছু খোলা মন মানসিকতা ও বন্ধুত্বপরায়ন ব্লগাররা মিলে ESPN Cricinfo সহায়তায় একটি ক্রিকেট লীগ শুরু করেছি।
যার নাম "সামু প্রিমিয়ার লীগ"। এতে বাংলাদেশের সকলেই অংশগ্রহণ করতে পারবে এবং সকলের জন্যই নিশ্চিত পুরষ্কারের ব্যবস্থা রাখার কথা চিন্তা করা হচ্ছে। আর টি২০ বিশ্বকাপের পরে বিজয়ীদের হাতে এসব পুরষ্কার তুলে দেয়া হবে। সেই সাথে আয়োজন করা হবে একটি পিকনিক পার্টি। তবে বলে নেয়া ভাল, এই লীগে আমরাই অর্থায়ন করবো।
তবে যাদের অর্থনৈতিক সমস্যা বিদ্যমান তাদের জন্য স্পেশালি কনসিডার করা হবে। আমরা চাই সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে। যারা টি২০ প্রিমিয়ার লীগ খেলতে আগ্রহী নন, তারাও পিকনিক এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন এবং ইচ্ছানুযায়ী অর্থায়ন করতে পারবেন। এখানে সকলের মতামতের মূল্যায়ন করা হবে এবং সেই অনুযায়ী কর্মপন্থা গ্রহণ করা হবে। পিকনিকে খাবার পরিবেশনের পাশাপাশি ফটোসেশন, বিশিষ্টজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ, আলাপচারিতা এবং ফরপুর আড্ডাবাজির আয়োজন করা হবে।
এতে আমাদের মধ্যে বন্ধুত্বের সেতু বন্ধন রচিত হবে বৈকি।
সামু প্রিমিয়ার লীগের বিজয়ীদের আকর্ষনীয় পুরষ্কার দেয়া হবে। পাশাপাশি অংশ নেয়া সকলের জন্য সান্তনা পুরষ্কারের ব্যবস্থা রাখার প্রস্তাব করা হয়েছে। আর পিকনিকে যোগ দেওয়ার সুযোগ তো থাকছেই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
১) আগ্রহীরা তাদের নাম, পেশা এবং মোবাইল নং দিয়ে ই-মেইল করুন এই আইডিতে-
২) যারা যে পরিমান চাঁদা দিতে চান ইমেইল এ উল্লেখ করুণ।
চাঁদার পরিমান সম্পর্কে ইতিমধ্যে একটা প্রস্তাবনা দিয়েছেন ব্লগার srjony। অন্য কেউ কোন প্রস্তাব দিতে চাইলে দিতে পারেন। তবে চাঁদাটা যেমন মূখ্য নয়, তেমনি গৌণও নয়। বেশি অর্থের সংস্থাপন হলে আমরা আরো বেশি আকর্ষণীয় করতে পারব আমাদের আয়োজন।
৩) যারা সামু প্রিমিয়ার লীগে অংশ নিতে চান তারা আগামী ১৫ তারিখের মধ্যে নিচের নিয়বাবলী অনুসারে টিম গঠন করুন এবং সামু প্রিমিয়ার লীগে জয়েন করুন।
Click This Link
৪) টিম গঠন হয়ে গেলে enter new league এ গিয়ে league pin 4652 লিখে go তে ক্লিক করুন। তাহলে আপনি সামু প্রিমিয়ার লীগে জয়েন করে ফেলবেন। আপনি যদি ১ নং নিয়ম পালন করে থাকেন, তাহলে আপনাকে লীগে দল হিসেবে কনফার্ম করা হবে। ১নং নিয়ম পালন না করলে সে পুরষ্কারের জন্য বিবেচিত হবেন না।
৫) উপরের চারটি ধাপ করা হয়ে গেলে আপনার অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেল।
এর পর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি২০ বিশ্বকাপের প্রতিটি খেলার পর আপনার পয়েন্ট চেক করুন এবং ৩ নং নিয়মে দেয়া পোস্ট অনুযায়ী আপনার খেলোয়ার অদল বদল করতে পারবেন।
বিশ্বকাপ শেষ হয়ে গেলে বিজয়ীদের নাম ঘোষনা করা হবে এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠান এবং পিকনিকের শিডিউল দেওয়া হবে। (সকলের মতামতের উপর ভিত্তি করে)
লীগ এবং পিকনিক সম্পর্কে ৩ নং নিয়মে দেয়া লিংকে রেগুলার আপডেট দেওয়া হবে। তাই কারো কোন প্রশ্ন থাকলে ঐ পোস্টে করতে পারবেন। আর ই-মেইল তো অবশ্যই করা যাবে।
HAVE FUNNNNNNNNN ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।