সাধারণ একজন মানুষ বান্দরবনের কেওক্রাডংয়ের খুব কাছের জনবসতি পাসিং পাড়াকে বিবেচনা করা হয় দেশের সবচেয়ে উঁচু গ্রাম হিসেবে। কারণ প্রায় ৩২০০ ফুট উচ্চতার কেওক্রাডং এর পরেই প্রায় ৩০৬৫ ফুট উচ্চতায় এই পাসিং পাড়া। আর অন্য কোন পাহাড়েও এত উঁচুতে কোন জনবসতি নেই। প্রায় সারা বছরই মেঘের ভেতরেই থাকে এই পাসিং পাড়ার লোকজন। পাসিং পাড়া থেকে নিচের দিকে নেমে গেলে জাদিপাই পাড়া।
এখান হতে ঘন্টা খানেক নিচের দিকে নামলেই পাওয়া যাবে অবর্ননীয় সুন্দর জাদিপাই জলপ্রপাত। এই নামার পথে পথে পাহাড় চুয়ে নামা পানি গড়িয়ে নামতে নামতে পুরো পথের অনেক অংশকেই বিপদজনকভাবে পিচ্ছিল
করে রেখেছে। দুর্গম আর চরম ঝুঁকির পথ শেষে এ যেন অন্য এক পৃথিবী। তাড়া খেয়ে দ্রুত পালাচ্ছে এমন গতিতেই উচু পাহাড় থেকে ঝরে পড়ছে বিশালাকার পানির ঢল। এটি আপনার দেখা কোন ঝর্ণার সাথেই তুলনা চলে না এমন একটা ঝর্ণা।
এক কথায় অসাধারণ। রুমা উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরে কেওক্রা ডং পাহাড় অবিস্থত। যাত্রা পথ অত্যান্ত দূর্গম ও কষ্ঠসাধ্য বলে অনেকে বান্দরবান পর্যন্ত এসে ফিরে যান। দুর্গম এ পাহাড়ি এলাকার দৃশ্য খুবই মনোরম। বর্ষা মৌসুমে কেওক্রাডং যাতায়ত অত্যান্ত কষ্ঠসাধ্য।
কেওক্রাডং এর প্রায় ৩০৬৫ ফুট উচ্চতায় এই পাসিং পাড়া। অপরূপ প্রকৃতি, পুরো পাসিং পাড়া ঢেকে থাকে মেঘে। আশপাশের সমস্ত চরাচর যেন একটা মেঘের সমুদ্র। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।