আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের ব্লগারা কি বাংলাদেশের হোস্টিং প্রোভাইডারদের কাছে বন্দী

বাংলাদেশে এখন তিনটা জিনিস গলিতে গলিতে হচ্ছে আর হচ্ছে কিন্ডারগার্ডেন স্কুল, কোচিং আর হোস্টিং প্রভাইডার। বাংলাদেশে এখন অনলাইনে আয় নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, হচ্ছে নানান আলোচনা। একটা ডোমেইন, হোস্টিং নিয়ে শুরু করে দিচ্ছে টাকা ইনকাম। কোন গ্রুপ কেউ একজন বললেই হোল আমার ডোমেইন হোস্টিং লাগবে। সাথে সাথে যে যার কোম্পানির লিঙ্ক নিয়ে হাজির।

আমি সব হোস্টিং প্রোভাইডের কথা বলছী না। আমার দেখা বা কিছু শোনা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব।
বাংলাদেশের হোস্টিং প্রোভাইডার দের সাইটে যে ডোমেইন চেকার থাকে, অনেকে ভাবে মনে হয় এখান আমি অ্যাপলাই করলেই আমার কেনা হয় হয়ে গেছে।

কিন্তু না। এটা দিয়ে আপনি শুধু আপনি সেই ডোমেইল প্রোভাইডারকে রিকুয়েস্ট করছেন।

কিন্তু সে কি করে জানেন - আপনার সেই ডোমেইনটা হয় সে godaddy or namecheap থেকে কিনে তার নিজের আন্ডারে রেখে দেন। সে কিন্তু বলছে না আপনাকে আপনার ডোমেইনটা ক্ষমতা তার কাছে। আপনি তো মহাখুশি আপনার সাইট রেডি। আপনি সেসব সাইটে ডুকে সেখানেও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। সেখানে আপনার সেই ডোমেইনটা দেখাচ্ছে।

কিন্তু আপনি জানেন কি সেখানে শুধু আপনার হোস্টিং এর জন্য প্রোফাইল করা। যখন আপনি তার সাথে একটু জামেলা করতে জাবেন তখন আপনার সাইটটা অফ করে দিবেন এবং আপনি হা করে তাকিয়ে দেখবেন।
টিভি চ্যানেল এর অ্যাড মত এখন অনেক ধনের অফার পোস্টার ফেসবুকে। আপনি এরকম কিছু অফার দেখে আপনি হোস্টিং নিয়ে নিলেন। লাক্স সাবানে আন্টি নাকি পাওয়া যায়।

কিন্ত পাইছেন নাকি এখনও। যাই হোক হোস্টিং নিয়ে শুরু করে দিলেন আপনার সাইট  এর কাজ। শুরুতে আপনার হোস্টিং প্রোভাইডার নিজে খোজ নিবে কি ভাই কেমন চলছে । আপনি কোন হেল্প চাইলে সে করছে। এক মাস শুরু হবে আপনার সাথে মজা।

অনেকেই নতুন অবস্থায় অনেক কিছুই পারে না। সুতারং হোস্টিং প্রভাইডারে কাছে সাহাজ্জের জন্য যাবে এটাই স্বাভাবিক। কিন্তু সে আপনাকে এভয়েড করবে। সে বলবে হোস্টিং সমস্যা হলে আমাকে বলবেন অন্য সমস্যা হলে আমি তো সাহায্য করতে পারব না (Note This Point)। আপনি অনেক রাত যায় দিন যায় বসে বসে সাইটের সমস্যা গুলো দোউরাচ্ছেন।

যাইহোক একসময় দারিয়ে গেল আপনার সাইট। এরকম একটু একটু জিজ্ঞাসা কারনে সে একটু বিরক্ত হবে। সে এই বিরক্ত হয়ে আপনার সাইট অফ হয়ে থাকবে। মানে সাসপেন্ড হয়ে থাকবে। সে আপনাকে কি কারন দেখাবে = আপনার সাইটে অনেক স্পাম হচ্ছে, আপনার সাইট এ হ্যাকারা এটাক করছে  আরো না নান ভুগিচুগি ।

আপনি তো এই লাইনে মূর্খ তাই ছাগল হয়ে বসে থাকা। কিন্তু একটু খেয়াল করুন আপনার সাইটার সাথে কার এত দন্দ যে সে হ্যাক করতে আসছে। ব্লগিং নিয়ম জানা থাকলে আপনি নিশ্চই স্পাম করবেন না। আরেকটা  সহজ উপায় সাইট বন্ধ হলে শুধু আপনারটা বন্ধ কেন। আর হোস্টিং প্রভাইডারের আরো সাইট রয়েছে সেগুলো চালু কি করে।


এভাবে দিনের পর দিন আপনি আপনার হোস্টিং প্রভাইডারের পা চেটে যাচ্ছেন। যদি তার সাথে রাগারাগি হয় তাহলে তো আমার সাইট অফ হয়ে যাবে। আর যদি সাইট অফ হয় তাহলে কিন্তু আপনারই লস, কারন - প্রতিদিন প্রতি মুহুতে গুগল আপনার সাইট গুরছে, নতুন কোন লিঙ্ক আছে নাকি। ধুকে দেখল দুইদিন আপনার সাইট অফ। তখন কি অবশতা আপনার।


রিসেন্টলি আমি একটা পোস্টারে দেখলাম খুব সল্প দামে হোস্টিং সেল হচ্ছে। একেবারে অনেক দামি প্যাকেজ। আপনি হয়ত সে প্যাকেজ দেখে লোল ফেলে দিবেন। কিন্তু সেই পোস্টারে একেবারে কোনায় একেবারে ছোট করে লেখা শুধু মাত্র এক বছরের জন্য। কিন্তু এটা কিন্তু চোখ এরিয়ে গেল আপনার , তাহলে কি দাড়ায় সামনে বছর সেই করা দামে আপনি আপনার হোস্টিং এর দাম দিচ্ছেন।

যেটার জন্য আপনি প্রস্তুত না। সে কিন্তু আপনাকে বলবে না ভাই এটা এক বছরের জন্য।
করনীয়ঃ
১. খুজে বের করুন কারা বাংলাদেশে এখন ব্লগিং করে অনেক টাকা কামাচ্ছেন।
২. তারা কোথা থেকে হোস্টিং নিচ্ছে।
৩. সবার কাছে খুব বিসস্ত এমন ব্যক্তির সাথে কথা বলুন হোস্টিং এর জন্য।


৪. ডোমেইন পারলে নিজেই কিনে ফেলুন - namechip or godaddy থেকে।
৫. যদি চিন্তা করেন এই ব্লগটা নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক বড় কিছু একটা করব - তাহলে আপনি hostgator থেকে হোস্টিং নিয়ে নিন।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.