আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের পক্ষে না কি বিপক্ষে? আসুন বাংলাদেশের পাশে দাড়াই।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস লাভের পর থেকেই ক্রিকেট মহলে এ নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। পক্ষের ও বিপক্ষের উভয় দলের আছে বেশ যুক্তি পূর্ণ বক্তব্য। তারচেয়েও বড় বিষয় হচ্ছে বাংলাদেশের দলীয় পারফরম্যান্স। দলটা কখনো কখনো এত ভাল খেলে যে, তাদের বিপক্ষে কথা বলার কিছুই থাকে না, আবার কখনো কখনো এমন খারাপ খেলে যে, অস্থির হয়ে আমরাও বলে ফেলি আসলে এদের টেষ্ট খেলতে দেয়াই উচিৎ না।

সে যাইহোক, এখন দেশের ক্রিকেটের যে অবস্থা তাতে টেস্ট খেলতে না দিলে উঠতি খেলুয়ারদের স্পিরিট কমে যাবে। জাতীয় দলের খেলুয়ারদেরও মন ভেংগে যাবে। এই দৃষ্টিকোন থেকে হলেও বাংলাদেশকে টেষ্ট খেলতে দেয়া উচিৎ। গত ইংল্যান্ডের সাথে বাজে ভাবে সিরিজ হারার পর আবার কথা উঠছে বাংলাদেশর টেস্ট স্ট্যাটাস নিয়ে। বড় বড় ক্রিকেট লিডারগুলো বিপক্ষেই মত দিচ্ছেন।

সর্বশেষ ক্রিকইনফো এক জরীপ চালাচ্ছে, বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের ভবিস্যত নিয়ে। তাহলে আর দেরি করে কি লাভ? তার চেয়ে ভাল জরীপ শেষ হবার পুর্বেই আমরা আমাদের টেস্ট মর্যাদার পাশে দাড়াই। ভোট দেবার জন্যে কোন রেজিঃ লাগে না। http://www.cricinfo.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.