বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় তারকা। নিঃসন্দেহে সাকিব আল হাসান।
বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার পজিশনটি তার দখলে থেকেছে দীর্ঘদিন। ব্যাট হাতে তিনি বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য তারকা। বল হাতেও।
তাকে সমীহ করে অন্যদেশের তারকা খেলোয়াররাও। তাই তিনি হলেন বাংলাদেশ ক্রিকেট টিমের ডাইনোসর। একজন ম্যচ উইনার। তার সুপাস্কূপ শট সত্যিই দেখার মতন। এমন কি টি-২০ তেও তিনি নিজেকে প্রমান করছেন।
মারকুটে ব্যাটসম্যান হিসেবে। বাংলাদেশে তার তুলনা তিনিই।
খুলনা টেস্টের চতুর্থ দিনটি একেবারেই নিজের করে নিয়েছিলেন সাকিব আল হাসান। দিনের প্রথমভাগে বল হাতে চার উইকেট নিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনেছিলেন বামহাতি। স্পর্শ করেছিলেন টেস্ট ক্রিকেটে দেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের মাইলফলক।
ব্যাট হাতেও তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। ৮১ রানে ৫ উইকেট হারিয়ে স্বাগতিকেরা যখন ইনিংস পরাজয়ের আশঙ্কায় দুলছিল ঠিক তখনই ব্যাট হাতে ঝলসে উঠলেন তিনি। নাসির
হোসেনকে সঙ্গে নিয়ে ১৪৪ রানের জুটি গড়ে যখন তিনি লড়াইয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন দেশকে, ঠিক তখনই বাংলাদেশের ব্যাটসম্যানদের ‘স্বভাবগত’ ভুলটি তিনি করে বসলেন। দারুণ এক সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে পেরমলের বল অযথাই তুলে মারতে গিয়ে ধরা পড়লেন টিনো বেস্টের হাতে। সেঞ্চুরির লক্ষ্যটাতো পূরণ হলোই না, দিনের একেবারে শেষভাগে আউট হয়ে লড়াই করার সেই স্বপ্নটিও ফিকে করে দিলেন তিনি।
পূর্ণ নাম সাকিব আল হাসান
জন্ম ২৪ মার্চ ১৯৮৭ (বয়স ২৫)
মাগুরা জেলা, যশোর, বাংলাদেশ
ডাকনাম সাকিব
ব্যাটিংয়ের ধরন বামহাতি
বোলিংয়ের ধরন বামহাতি অর্থোডক্স
ভূমিকা অলরাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব বাংলাদেশ
প্রথম টেস্ট (ক্যাপ ৪৬) ১৮ মে ২০০৭ বনাম ভারত
শেষ টেস্ট ১৭ ডিসেম্বর ২০১১ বনাম পাকিস্তান
প্রথম ওডিআই (ক্যাপ ৮১) ৬ আগস্ট ২০০৬ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই ৬ ডিসেম্বর ২০১১ বনাম পাকিস্তান
ওডিআই শার্ট নং ৭৫
প্রথম টি২০আই (ক্যাপ ১১) ২৮ নভেম্বর ২০০৬ বনাম জিম্বাবুয়ে
শেষ টি২০আই ২৯ নভেম্বর ২০১১ বনাম পাকিস্তান
দেশীয় দলের তথ্য
বছর দল
২০০৪–বর্তনাম খুলনা বিভাগ
২০১০–বর্তনাম ওর্চেস্টারশায়ার
২০১১–বর্তনাম কলকাতা নাইট রাইডার্স
২০১২–বর্তনাম খুলনা রয়েল বেঙ্গলস
কর্মজীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি লিস্ট এ
ম্যাচসমূহ ২৬ ১২৬ ৬০ ১৫৩
রানের সংখ্যা ১,৬৩০ ৩,৬৩৫ ৩,৪৯৬ ৪,২৮৫
গড় ব্যাটিং ৩৪.৬৮ ৩৫.৬৩ ৩৪.৬১ ৩৩.৭৪
১০০/৫০ ২/৯ ৫/২৫ ৫/১৯ ৫/৩০
সর্বোচ্চ রান ১৪৪ ১৩৪* ১৪৪ ১৩৪*
বল বোল্ড ৬,৩৮১ ৬,৪৫২ ১২,২৩৪ ৭,৫৬৭
উইকেট ৯৬ ১৬০ ১৯২ ১৮৯
গড় বোলিং ৩১.৩৬ ২৮.৮৫ ২৯.৩০ ২৮.৪০
ইনিংসে ৫ উইকেট ৯ ০ ১৪ ০
ম্যাচে ১০ উইকেট ০ ০ ০ ০
সেরা বোলিং ৭/৩৬ ৪/১৬ ৭/৩২ ৪/১৬
ক্যাচ/স্ট্যাম্পিং ৯/– ৩৫/– ৩০/– ৪৬/–
উত্স: ক্রিকেট আর্কাইভ ডট কম, ২৮ মার্চ ২০১২
বাংলাদেশের ক্রিকেটকে তিনি এগিয়ে নিয়ে যাবেন বহুদূর। আর নিজেকে নিয়ে যাবেন বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায়। আরেকটু বেশি উইশ করি। তিনি সর্বকালের সেরা অলরাউন্ডার হোন এই প্রত্যাশা করি। বাংলাদেশের সব খেলোয়ার তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে একদিন বিশ্বসেরা ক্রিকেট শক্তিতে পরিণত হবে এই প্রত্যশার সমগ্র দেশবাসীর।
বাংলাদেশের প্রাণ বাংলাদেশের জান সাকিব আল হাসান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।