আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।
শুনলেনত নিজের কানে... শালারা পাকি ম্যানিয়ায় আক্রান্ত।
বাংলাদেশের জামায়াতে ইসলামী পরিচালিত হয় পাকিস্তানের লাহোর থেকে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের আশ্রয় দেয় পাকিস্তান।
উপমহাদেশে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মওদুদীর ৯ সন্তান, তাদের মানুষকরবে বলে কাউকে জামায়াতের রাজনীতির ধারে-কাছে ঘেঁষতে দেননি।
মানুষ হয়ে সেই মওদুদীর ছেলের ভাষ্য, "ধর্মের নামে জামায়াতে ইসলামী মানুষের সঙ্গে প্রতারণা করছে। "
এমন সব তথ্য আর দুর্লভ চিত্র রয়েছে লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের প্রামাণ্যচিত্র ‘সীমানাহীন জিহাদ’-এ।
শুধু তাই নয় আমেরিকার কাছে মোস্ট ওয়ানটেড হাফিজ সাইদসহ জঙ্গিনেতাদের সাক্ষাত্কার রয়েছে এই মৌলবাদবিরোধী প্রামাণ্যচিত্রে। পাকিস্তানে জঙ্গিবাদের ইতিহাস, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির স্বরূপ অনুসন্ধান করতে গিয়েই এই প্রামাণ্যচিত্র নির্মাণে ব্রতী হন শাহরিয়ার কবির। এটি তার জিহাদত্রয়ীর দ্বিতীয় প্রামাণ্যচিত্র।
এর আগে তিনি বাংলাদেশের জঙ্গিবাদের ওপর নির্মাণ করেন ‘জিহাদের প্রতিকৃতি’। ‘সীমানাহীন জিহাদ’ সম্পর্কে শাহরিয়ার কবির বলেন, অনেক দিন ধরেই এ নিয়ে গবেষণা করছিলেন তিনি। শুটিং হয়েছে গত এক বছর। বেলুচিস্তানের মেহেরগড় থেকে শুটিং শুরু। সম্প্রতি মেহেরগড়ে ৯ হাজার বছরের প্রাচীন নগর সভ্যতার নির্দশন পাওয়া গেছে।
আর এটা হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পুরনো সভ্যতার প্রামাণ্য গাথা। সেই পাকিস্তানে, যেখানে সুফিবাদের প্রসার ছিল, কী করে জঙ্গি মৌলবাদ এমন করে আস্তানা গাড়ল তার সন্ধান করা হয়েছে প্রামাণ্যচিত্রটিতে। দেশটির সাবেক মন্ত্রী সৈয়দ ইকবাল হায়দার, এয়ার মার্শাল (অব.) আসগর খান, আইএসআইর সাবেক প্রধান জেনারেল (অব.) হামিদ গুল, মওলানা মওদুদীর পুত্র সৈয়দ হায়দার ফারুক মওদুদী, মানবাধিকার নেত্রী তাহেরা আবদুল্লাহ, উচ্চাঙ্গ নৃত্যশিল্পী সীমা কেরমানি এবং শীর্ষ জঙ্গিনেতা হাফিজ সাইদসহ কয়েকজনের সাক্ষাত্কার রয়েছে প্রামাণ্যচিত্রে। জঙ্গি নেটওয়ার্ক পাকিস্তান থেকে কী করে ছড়িয়ে পড়ছে গোটা দুনিয়ায়, তার নমুনা বেরিয়ে এসেছে জঙ্গিদের কথা থেকে। এতে দেখা যায়, পাকিস্তানের সাংবাদিক ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা আলী কামাল চিশতি বলছেন, বাংলাদেশের জামায়াতে ইসলামী পরিচালিত হয় পাকিস্তানের লাহোর থেকে।
অ্যাডভোটেক জাভেদ কাজী বলছেন, ১৯৭৫ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তার খুনিদের আশ্রয় দেয় পাকিস্তান। একজন বলছেন, পাকিস্তানের জন্ম হয়েছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে। অন্যজনের ভাষ্য হচ্ছে, পাকিস্তানের ভিত্তি হচ্ছে ইসলামিক। এক মানবাধিকার নেত্রী বলছেন, পাকিস্তান হচ্ছে মোল্লা মিলিটারির আঁতাত। গত জুলাই মাসে পাকিস্তানের ইসলামাবাদ ও লাহোরে প্রামাণ্যচিত্রটির কয়েকটি প্রদর্শনী হয়েছে।
সেখানকার গণতন্ত্রকামী আর সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে সমাদৃত হয়েছে এটি। এখন বিশ্বজুড়ে ইসলামের নামে সন্ত্রাসের প্রধান ঘাঁটি হচ্ছে পাকিস্তান। এই প্রামাণ্যচিত্র তার বিরুদ্ধে সুফিবাদ আর ‘গণতন্ত্রের পাকিস্তানের’ পক্ষে একটি হাতিয়ার হিসেবে কাজ করবে বলে মনে করেন সেখানকার শুভবুদ্ধির মানুষ।
গতকাল বিকেল ৪টায় রাজধানীর ধানমণ্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ৫৩ মিনিট দৈর্ঘ্যের সীমানাহীন জিহাদের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হলো দেখা হলো না।
দেখতে পারলে ভাল হত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।