এ ভাবে কি শেষ রক্ষা হবে এই জগাখিচুড়ি সরকারের ?? আমার তো মনে হয় প্রভলেম আরো বাড়বে . কারন সরকারের ভিতরে আরো অনেক সরকার আছে . এ কারনে সরকারের মধ্যে অস্হিরতা বাড়ছে . সব খানে চরম বিশ্রীখল . সরকার না পারছে সাধারন মানুষের মন বুঝতে ?? না পারছে নিজ দলের শ্ব্খ্লা ধরে রাখতে ?? আমার তো মনে হয় এই সরকার স্বাধীনতার পর থেকে সবচেয়ে বিফল সরকার . আর এ অবস্থার জন্য সরকারের অপরিকল্পনাই দায়ী . এইটা কি ইচ্ছায় না অনিচ্ছায় . এই সরকারের কারা শক্তিশালী ?? মন্ত্রিসভা না উপদেষ্টারা ?? আমার মতে উপদেষ্টারা . প্রায় সব উপদেষ্টারা দাদাদের মন রঞ্জনে ব্যস্ত . দেশের প্রতি সামান্য টুকু কমিন্টমেন্ট এদের নেই , একথা নিদ্বিদায় বলা যায় . এখন মন্ত্রিসভায় মোট কতজন ?? আমি বলতে পারচিনা . আপনারা পারবেন ?? কালো বিড়াল যখন মন্ত্রিসভায় যুক্ত হলো , কত কোটি টাকা যে লোপাট করলো ?? তার হিসাব কি আমরা জানি ?? আর আজ যখন নতুন করে মেনন , ইনুরা মন্ত্রিসভার শপথ নিবেন , আল্লাহ জানেন কত কোটি টাকা এরা লোপাট করবে !! কারন এদের অতীত দেখে বড্ড ভয় হয় .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।