আমাদের কথা খুঁজে নিন

   

একটি SMS অতঃপর সম্প্রসারিত ভাব.........



গতকাল রাত্রিতে প্রেরকের ভ্রান্তিতে আমার মোবাইল ফোনে একটা ক্ষুদে বার্তা চলে আসে। বার্তাটি ছিল এ রকম....
"Jani apnar kono phn asa nai...
amk avoid korlan....
its ok..bye."

বার্তাটি পাওয়ার সাথে সাথে প্রেরককে ফোন করলাম এবং জানতে চাইলাম আমি এভয়েড করলাম মানে কি? তিনি প্রথমেই বিনয়ের সাথে আমাকে সরি বলে জানালেন বার্তাটি ভুলক্রমে আমার ফোনে পাঠানো হয়েছে। আসলে ওটার প্রাপক অন্য একজন। ব্যস এরপর ফোন রেখে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছিল না, বার্তাটি মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকল।

এর প্রতিটা শব্দ এক একটা বিশাল অর্থ বহন করে। এরপর বার্তাটির একটা ভাব সম্প্রসারন করে ফেললাম....

প্রথম লাইনটা থেকে বুঝা যাচ্ছে, বার্তার প্রেরক এবং প্রাপক দুজন অল্প কিছুক্ষণ আগে ফোনে কথা বলছিলেন। কিন্তু কথা বলার মাঝামাঝি প্রাপক আরেকটি ফোন এসেছে বলে সংযোগ বিচ্ছিন্ন করে, যেটা প্রেরক বিশ্বাস করতে পারে নি। হয়তো প্রেরক আরও কিছুক্ষণ কথা বলতে চেয়েছিল। হয়ত মনের সব ভাব প্রকাশ করা হয়নি তখনও।



এরপরের লাইনে বুঝা যায়, প্রেরক প্রাপকের কাছ থেকে একটা ভ্যালু প্রত্যাশা করে। যদিও প্রাপক সেটা জানে এবং জানা সত্ত্বেও কেন এরকম করল তা নিয়ে প্রেরকের মনে একটা ব্যাথার সৃষ্টি হয়েছে এবং প্রেরক নিজেকে অবহেলিত মনে করছে।

তৃতীয় লাইনটা মারাত্মক, এখানে প্রেরকের মন খারাপ হওয়ার সুস্পষ্ট প্রতিচ্ছবি ফুটে উঠেছে। শুধু মন খারাপ বললে ভুল বলা হবে, আসলে এটি অভিমান। এটাকে একটা হুমকিও বলা চলে।

প্রাপক যদি প্রেরককে আগে ফোন না করে, যদি সরি না বলে, যদি মান না ভাঙ্গায়, তাহলে হয়তো সব শেষ। যে সম্পর্কটা এখনও আপনি থেকে তুমিতে পৌঁছাতে পারে নাই, তার হয়ত এখানেই ইতি........

ও ভালো কথা, একটা কথা এখনও বলা হয় নাই,
প্রেরক হচ্ছেন একজন মেয়ে আর
প্রাপক হচ্ছেন একজন ছেলে।

পরিশেষে, এই ক্ষুদে বার্তাটি সঠিক নাম্বারে পুনঃপ্রেরিত হয়েছিল কিনা আমার জানা নাই। যদি সঠিক ঠিকানায় প্রেরিত হয়ে থাকে, তাহলে মান-অভিমানের ফলাফল কেমন? মধুর না তিক্ত হবে তা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আশা করি তাদের মান-অভিমান ভাঙ্গবে এবং সম্পর্ক অক্ষুন্ন রবে।

...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.