"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল" সিটি কর্পরেশন নির্বাচনে আওয়ামিলীগ বি এন পি হিসাব না করে তুলনামূলক ভাল ও যোগ্য প্রার্থীকেই ভোট দিন ।
মনে করেন আপনি বি এন পি করেন । আওয়ামিলীগকে একদম দেখতে পারেন না । তাই বলে কি আপনি বি এন পি থেকে মনোনীত একজন স্বপরিচিত চোরকে ভোট দিবেন ?
ঠিক একই ভাবে মনে করেন আপনি আওয়ামিলীগ করেন । বি এন পি কে একদম দেখতে পারেন না ।
তাই বলে কি শুধু মাত্র দল প্রীতির কারনে আপনি একজন স্বনামধন্য দূর্নীতিবাজকে ভোট দিবেন ??
এখন প্রশ্ন হল কাকে ভোট দিবেন ?
সেক্ষত্রে আপনি নিজের বিবেককে সিদ্ধান্ত প্রদান কারী হিসেবে দাড়ঁ করান । নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন । ভালো-মন্দ বিশ্লেষণ করুন । বিবেক আপনাকে কোন কিছু বিচার-বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে । অবশ্যই ভালো-মন্দ বিশ্লেষণ করুন তারপর সেটা বিশ্বাস করুন।
কখনও অন্যের কথায় পরিচালিত হবেন না। সঠিক বিশ্বাস আর সঠিক সিদ্ধান্তই আপনাকে সবসময়য় সঠিক পথে পরিচালিত করবে ।
দুই জনের মধ্যে যে তুলনামূলক ভাল তাকেই ভোট দিন । তারপর অন্তত আপনি আপনার বিবেককে জবাব দিতে পারবেন আমার সামনে ঐ দুইজন থেকে তুলনামূলক যাকে আমার ভাল মনে হয়েছে তাকে ভোট দিয়েছি । আমাকে একজনকে ভোট দিতেই হত ।
আমি নিরুপায় ছিলাম। তবে অবশ্যই প্রথমে আপনাকে নিরপেক্ষ দৃষ্টিকোন থেকে চিন্তা করতে হবে। এক মুহুর্তের জন্য ভুলে যেতে হবে আপনি কোন একটা রাজনৈতিক দলের সমর্থক ।
মনে রাখবেন আপনি যদি শুধু মাত্র দলকানা হওয়ার কারনে জেনে শুনে একজন চোর অথবা দূর্নীতিবাজকে ভোট দিয়ে নির্বাচিত করেন তবে আপনার উপরও কিন্তু সে চুরির দায় থাকবে । আপনিও ঐ দূর্নীতিবাজকে সহযোগীতা করার মাধমে এদেশের ১৮ কোটি মানুষের সাথে বেইমানী করছেন ।
তাই সর্বশেষ অনুরোধ সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন । আপনার ভোট আপনি দিন , যাকে খুশি তাকে দিন । তবে তুলনামূলক ভাল ও যোগ্য প্রার্থীকেই ভোট দিন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।