আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে ভবন ধস: দুই প্রকৌশলী কারাগারে

এই দুই আসামি হলেন- পৌরসভার প্রধান প্রকৌশলী ইমতেমাম হোসেন (৪৬) ও সহকারী প্রকৌশলী আলম মিয়া (৪৪) ।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মীর শাহীন শাহ পারভেজ আসামিদের আদালতে হাজির করলে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ওয়াসিম শেখ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে আসামি পক্ষে কোনো আইনজীবী তাদের জামিন চাননি।
এর আগে গত ২৭ এপ্রিল দুই প্রকৌশলীকে চার দিন করে আট দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দেয় আদালত।
ভবন ধসের ঘটনায় রানা প্লাজার মালিক সোহেল রানা, তার বাবা আব্দুল খালেক, তিন গার্মেন্টসের পাঁচ মালিক এবং রানার দুই সহযোগী বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছেন।
গত ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ডসংলগ্ন রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় এখন প্রায় সাড়ে ছয়শ মানুষের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই পোশাকশ্রমিক।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।