রোববার সন্ধ্যায় সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত সালমান ফাহাদ (১১) এলাকার কামরুজ্জামানের ছেলে। সে সার্ড মেমোরিয়াল হাই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির বাথরুমের ভিতরে সালমানকে মাথায় ছুরিকাঘাত করে হত্যার পর দুর্বৃত্তরা বাইরে থেকে দরজা আটকিয়ে দেয়।
পরে ওই এলাকার বাবুল নামের এক ব্যক্তি সন্ধ্যায় সালমানকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
বাবুল লাশ রেখে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
নিহতের বাবা কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সালমানকে হত্যা করা হয়েছে বলে তার ধারণা।
একমাত্র ছেলেকে হারিয়ে সাভার থানা কম্পাউন্ডে বার বার মূর্ছা যাচ্ছেন মা সালমা জাহান।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।