প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকালে সাভারে ধসে পড়া ভবনের উদ্ধারকাজ পরিদর্শন ও আহত ব্যক্তিদের দেখতে যান।
সকাল সাড়ে নয়টার দিকে শেখ হাসিনা ধসে পড়া রানা প্লাজার দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করেন। এ সময় উদ্ধারকারী দলের সদস্য ও সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা তাঁকে উদ্ধারকাজ সম্পর্কে অবহিত করেন।
সকাল নয়টা ৪৫ মিনিটের দিকে রানা প্লাজার সামনে থেকে সভারের সম্মিলিত সামরিক হাসপাতালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। ভবনধসের ঘটনায় সেখানে থাকা আহত রোগীদের পরিদর্শন করবেন তিনি।
এর আগে শেখ হাসিনা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। ভবন ধসে আহত ব্যক্তিদের পরিদর্শন ও তাঁদের সঙ্গে কথা বলেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।