সেনাবাহিনীর নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সোমবার প্রথম প্রহর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৯টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে লাশের সংখ্যা হল ৬৪৫।
এরমধ্যে ৫০৭ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর নেতৃতে এ উদ্ধার অভিযান চলছে।
ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মৃতদেহ রয়েছে, যার বেশিরভাগই পচেগলে গেছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।
এদিকে সাভার অধরচন্দ্র স্কুল মাঠে ও ধংসস্তূপের সামনে এখনো প্রিয়জনের মৃতদেহ খুঁজে ফিরছেন স্বজনরা।
গত ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজা ধসে পড়ে। ওই ভবনে পাঁচটি পোশাক কারখানা ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।