সাভারে ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৯১ জনে পৌঁছেছে। এর মধ্যে ৪৮২ জনের লাশ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। বাকি নয়জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৪৮টি লাশ উদ্ধার করা হয়। এ পর্যন্ত স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৪০২ জনের লাশ।
লাশের খোঁজে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা এখনো ধসে পড়া ভবনের আশপাশ, হাসপাতাল ও অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে ভিড় করছেন।
সকালে সরেজমিনে রানা প্লাজার পেছনের দিকে ধ্বংসস্তূপের ভেতর চাপা পড়া অবস্থায় অনেক লাশ দেখা গেছে।
ঘটনাস্থলে থাকা সেনাবাহিনী জানায়, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৫০০ টনের মতো বর্জ্য অপসারণ করা হয়েছে। আরও প্রায় ছয় হাজার টন বর্জ্য রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সুস্থ মানুষের বক্তব্য নয়: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আজ সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দুর্ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা কোনো সুস্থ মানুষের বক্তব্য নয়। তিনি কোনো ব্যক্তি বা দলের লোককে বাঁচানোর জন্যই এমন বক্তব্য দিয়েছেন, যা জাতির জন্য কলঙ্কজনক। ’
এরশাদ বলেন, ‘দুর্ঘটনা ঘটে। তদন্ত কমিটি হয়। এরপর আর কোনো খবর রাখা হয় না।
যে শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে বিদেশি অর্থ উপার্জনে সহায়তা করেন, তাঁদের জীবনের কোনো মূল্য নেই। রানা প্লাজার এই মর্মান্তিক দুর্ঘটনায় কত লোক মারা গেছে, তা আমরা এখনো জানি না। এই ভয়াবহ দুর্ঘটনার কথা আমরা দুই দিন পর ভুলে যাব। ইমারত নির্মাণ বিধি মেনে এই ভবন নির্মাণ করা হলে এ ধরনের দুর্ঘটনা ঘটার কথা না। ’
যেসব ভবন নির্মাণের ক্ষেত্রে বিধি মানা হয়নি, তা তদন্ত করার দাবি জানান তিনি।
লাশ গুমের অভিযোগ সম্পর্কে এরশাদ বলেন, ‘সেনাবাহিনী না থাকলে এতগুলো জীবন রক্ষা করা যেত না। সেনাবাহিনীর কোনো ইন্টারেস্ট নেই যে লাশ গুম করবে। এটা খুবই অন্যায় অভিযোগ। ’
এরপর সাবেক এই প্রেসিডেন্ট সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।