আমি একজন অলস মানুষ। কথা বেশি বলি। কাজ করি কম। তবে নিজের পায়ে হাটি। আয়কর দেয়ার সময় প্রায় শেষের দিকে।
এটা একটু জানতে মন চায় সাধারন জনগনের এবারের করের টাকা থেকে কাকে কত হাজার কোটি টাকা সরকার দিয়ে দিবে ?
গত কালকে অফিসের ডিনার পার্টি ছিল। আমাদের খাওয়ার বিল আসছে ১৬,৫০০ এর মত, আর কর দিতে হয়েছে ২,৬০০ এর মত।
আমরা সেই ভুক্ত ভুগিরা , যারা খাবারে উপর ১৫% কর দেই। তার পর ও দেশে শান্তি নাই।
থাকবে কিভাবে? আমাদের মাননীয়দের যে অনেক ক্ষুধা।
তাদের কর দিতে হয়না। কর না দিলে নাকি টাকা কালো হয়ে যায়। তাদের তাতেও সমস্যা নেই। কারণ তাদের টাকা কালো হলেও সার্ফএক্সেল দিয়ে সাদা করে ফেলে !!! আমরা যারা আমজনতা তাদের সার্ফএক্সেলও নাই। আর যে কয় টাকা করের আওতায় আসে তার সবই চুল পর্যন্ত হিসাব করে নিয়ে নেয়।
আমাদেরও কর দিতে আপত্তি নেই। আপত্তি তখনই যখন দেখি এদেশের দুর্নীতিবাজ রাঘব বোয়ালরা সেই টাকা দিয়ে কোটি টাকা দামের গাড়িতে চড়ে, আর টাকার পাহাড় করে, আবার বিদেশেও পাচার করে ।
আর এসব নিয়ন্ত্রন করার জন্যে যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে, সেই দুর্নীতিবাজ, ফটকাবাজরা যখন দাঁত কেলিয়ে হাসে, আর টাকার হিসাব চাইলে বলে ৪ হাজার কোটি টাকা তেমন কিছুনা !!!
ধিক্কার জানাই। ধিক। ধিক।
থু ফেলি অইসব ফটকা বাজদের মুখের উপর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।