আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু তোমায় এই গান শোনাব বিকেল বেলায়....................

জ্যোৎস্নায় অজানা পথ চলা ! এখানে আছে যে মোর ভালোবাসা ........ ছেড়া ঘুড়ি রঙ্গিন বল, এই টুকুই সম্ভল আর ছিল রদ্দুরে পাওয়া বিকেল বেলা। বাজে বকা রাত্রি-দিন, স্টেন্স টিনটিন এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলায়। সে হাসি ছুটে যেত ঘধুলি মিছিলে সবার অলক্ষেতে তুমিও কি ছিলে, হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়… বন্ধু তোমায় এই গান শোনাব বিকেল বেলায় আর একবার যদি তোমাদের দলে নাও খেলাই। বন্ধু তোমায় এই গান শোনাব বিকেল বেলায় গল্পের মত ইস্কুল বাড়ি জমে উঠা ক্ষত খেল্বনা আড়ি, সে খেলা কানা ঘুলি রোজ চুপিসারে এবং আগুন ছিলো লাস্ট কাউন্টারে। হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়……।

বন্ধু তোমায় এই গান শোনাব বিকেল বেলায় আর একবার যদি তোমাদের দলে নাও খেলাই। বন্ধু তোমায় এই গান শোনাব বিকেল বেলায় বই মেলা দূলো, ঘার্জি-শ্রেয়সি চেনা মুখ গুলো পরিচিত হাসি। সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে সাহসি চুম্বন আজো পারেনি সে হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়……। বন্ধু তোমায় এই গান শোনাব বিকেল বেলায় আর একবার যদি তোমাদের দলে নাও খেলাই। বন্ধু তোমায় এই গান শোনাব বিকেল বেলায় চেড়া ছবি স্পটিক জল, এইটুকু সম্ভল বাদবাকি রোধ চলে যাওয়া বিকেল বেলায়, একগেয়ে ক্লান্ত দিন, ক্লাম্পসে স্পেরিন যানজটে দেরি হয়ে গেলো বিকেল বেলা।

মরা মাছের চোখ যায় যত দূরে শুকনো জলছবি আজো রদ্দুরে, হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়……। বন্ধু তোমায় এই গান শোনাব বিকেল বেলায় আর একবার যদি তোমাদের দলে নাও খেলাই। বন্ধু তোমায় এই গান শোনাব বিকেল বেলায় । লিংক :: Click This Link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.