সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
বন্ধু হবে তুমি আমার ? বন্ধু আমার প্রাণের,
সুখ দুঃখ ভাগা ভাগি, সুর হবে কী গানের ?
বন্ধু হবে ফুলের মতো, শুভ্র জমিন বুকের,
বন্ধু হবে সুখের সময় থাকবে সাথে দুঃখের?
শীতের রাতে ওমের মতো বন্ধু হবে তুমি?
নকসী তোলা কাথার মতো বন্ধু যে চাই আমি।
শিউলি ফোটা ভোরের মতো বন্ধু হলে তুমি.
বুকের খাঁচায় পাখির মতো থাকবে দিবা যামী।
রাতের গায়ে তারার মতো বন্ধু হলে তুমি,
দুপুর রোদে বটের মত ছায়া দিবো আমি।
জলের নিজে ছায়ার মতো বন্ধু পেতে চাই,
বৃষ্টি ভেজা শাড়ীর মতো জড়িয়ে রবে ভাই।
যবে তুমি বন্ধু হবে, ভাববে তোমার স্বজন,
সুখে দুঃখে আমিও তোমায় করে নিব আপন।
বন্ধু হতে বন্ধু পেতে, বৃথা খোঁজা খুঁজি,
বন্ধু পেতে বন্ধু হতে, শুভ্র হ্দয় পুঁজি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।