আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু দিবসের ভাবনা : সামহ্যোয়ার ইন যেভাবে আমার বন্ধু হয়ে ওঠে ....



সাম হ্যোয়ার ইন ব্লগ এর নাম শোনেছিলাম আগেই। লিখবো , ভাবি নি। সমস্যা ছিল , টাইপে ভালো ছিলাম না। এখনও নই। সাহস যোগালেন বন্ধুবর সারওয়ার চৌধুরী ।

তিনি ইমেলে জানালেন এখন ব্লগেই বেশী লিখেন। একদিন ভোরবেলা রেজিষ্ট্রেশন করে ফেললাম। তারিখটি ছিল ১৪ অক্টোবর ২০০৭। তারপর লিখে ফেললাম এই কয়েকটি পংক্তি । Click This Link ব্লগে এটাই আমার প্রথম লেখা।

আর সামহোয়ার ইন ব্লগই আমার জীবনের প্রথম কোনো পরিপূর্ণ ব্লগ। এর আগে কবিতা লিখতাম কবিতা ডট ডব্লিউ এস - এ। http://www.kobita.ws/fe সেখানের মুক্তমন্চ খুবই জনপ্রিয়। এখনও তা ধরে রেখেছে। দুই. সামহোয়ার ইন এ আসার পর আমাকে, অনেকে অনেক ভাবে সহযোগিতা করেছেন।

সেসব কথা প্রথম বর্ষপূর্তি লেখাটিতে বলেছি। Click This Link তারপর থেমে থাকেনি আমার পথচলা। আমি লিখেছি। শুরুর দিন থেকে প্রায় প্রতিদিনই লিখেছি । সব মিলিয়ে হয়তো বিশ/পঁচিশ দিন হবে আমি সাম হোয়ার এ লিখি নি।

কোনো কোনোদিন একাধিক লেখাও লিখেছি। এখনও লিখি। আমার একটা পরিচয় আছে। আমি রাজনৈতিক লেখা লিখি। তা লিখি বাংলাদেশের কয়েকটি জাতীয় দৈনিক এর জন্য।

সব বিপত্তির কারণ সেই লেখাগুলোই ! কারণ এখানে অনেকে আছেন যারা আমার সাথে ভিন্নমত পোষণ করেন। ভিন্নমত তাদের থাকতেই পারে। কিন্তু তারা যখন অহেতুক গালিগালাজ শুরু করে দেন , তখন আমার ব্লক করা ছাড়া কোনো উপায় থাকে না। ব্লক করেছি। এখনও করি।

কেউ কেউ লেগেছেন অযথা গায়ে পড়ে। একটা হিংসা অনেকের মনে থাকে, তা আমি জানি। কিন্তু অন্যের ভাবনায় গালি দিয়ে বাধা দেবার স্বাধীনতা তো কোনো সভ্যতা গ্রাহ্য করে না। তিন. মানুষ কে কার বন্ধু হয় ? কিভাবে হয় ? এ বিষয়ে সুন্দর একটা যুক্তি দিয়েছিলেন , আমার এক তার্কিক বন্ধু নিউইয়র্ক সিটি ইউনি র এক তরুণ অধ্যাপক লিয়েন রজারস। তিনি বলেন।

যে তোমার বাসার দিকেও একবার প্রতিদিন তাকায় সেও তোমার বন্ধু তার দৃষ্টি শুভ কিংবা অশুভ যাই হোক ! আমি হাসি। তা কিভাবে হয় ? তিনি বলেন , আরে তোমার প্রতি তার সামান্যতম ভালোবাসা আছে বলেই তো সে তোমার জন্য প্রতিদিন মাতে। সত্যি কি তাই ? হতে পারে। যদি তাই হয় , তবে আমার ব্লগে এসে যারা আমাকে প্রতিদিন মাইনাস দিয়ে যান, আমি তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানাই আজকের এই বন্ধু দিবসে। চার. সামহোয়ার আমার প্রতিদিনের সময় খায় কয়েক ঘন্টা।

এর জন্য গিন্নীর বকুনি যে আমাকে খেতে হয় না , তা কিন্তু নয়। কখনও খাবার টেবিলে খাবার ঠান্ডা হয়ে যায় । মাইক্রোওয়েভে আবারচড়াতে হয় আমাকেই। কখনও বাইরে বেরুতে দেরি কিংবা গাফিলতির কারণেও খেতে হয় আরেক চোট। এর নামই জীবন।

কিন্তু তার পরও সাম হ্যোয়ার ইন এ লিখতে, আড্ডা দিতে মজা পাই আমি। আমার এই লেখাটি সহ এই ব্লগে আমার লেখার সংখ্যা দাঁড়াবে ৭৯০ টি। এর মাঝে কিছু লেখা আছে অন্যান্য লেখকের। যা বাছাই করে আমি গ্রন্থিত করেছি এখানে। ভিন্নআলো বিভাগে শেয়ার করেছি সবার সাথে।

আমার ব্লগ পরিসংখ্যান টি দিতে চাই এখানে। * পোস্ট করেছেন: ৭৮৯টি * মন্তব্য করেছেন: ৫১০৪টি * মন্তব্য পেয়েছেন: ৯৪১৮টি * ব্লগ লিখেছেন: ১ বছর ৯ মাস * ব্লগটি মোট ১৬৫০৬৩ বার দেখা হয়েছে এই যে লক্ষাধিক পাঠক-পাঠিকা এরা সবাই আমার বন্ধু। কারণ তারাই আমাকে সজীব রেখেছেন। প্রাণবন্ত রেখেছেন। তাদের কাছে আমি ঋণী।

সামহ্যোয়ার কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে আমাকে না না ভাবে সহযোগিতা করেছেন। কর্তৃপক্ষ ও মডারেটরদেরকে বন্ধুদিবসের প্রাণঢালা ভালোবাসা। আবারও বলি, আসুন আমরা বন্ধুদিবসের উষ্ণতার মাঝে চিত্তকে প্রসারিত করি। জয়তু সামহ্যোয়ার ইন। বিশ্ববন্ধু দিবস অমর হোক।

ছবি- বব গেমেজ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.