আজ তুমি অন্যের...........প্রীতি!
জেগে আছি বন্ধু তোমার সঙ্গে পাল্লা দিয়ে,
ক্ষমা কর এক সঙ্গে পারিনি জাগতে,
এই নিশীতে জেগেছি তবে.......................
চাঁদ ছিলনা আকাশে,
মোমবাতির আলোকে স্বাগত জানিয়েছি তোমাকে।
ভুলনা বন্ধু গণজারণ মঞ্চ-এ গণজাগরণের শপথ,
দুর থেকে নিলেও নিয়েছি একসঙ্গে.....আত্মার সঙ্গে মিল রেখে।
নাওয়া-খাওয়ায় অস্থির সময় কাটিয়েছি
তোমার কথা ভেবে।
রাতের খবরে শুনেছি তুমি আহত আছ বারডেমে,
এখন ভাল আছতো?
স্বস্থির নিঃশ্বাস ফেলেছি এথন তুমি গণজাগরণ মঞ্চে।
ভেবনা কেউ মারেনি তোমায়
ভালবাসার পরশ ভেবে নিও।
পাশে আছি দুর থেকেও শান্তনা জেনে নিও একটু।
জ্বালোরে জ্বালো আগুন জ্বালো
একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
জামায়াত শিবির রাজাকার
এই মহুর্তে বাংলা ছাড়।
পক্ষ নিলে রক্ষা নাই
কসাই কাদের সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যদ্ধাপরাধীদের ফাঁসি চাই,ফাঁসি।
জয়বাংলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।