আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় ইসরায়েলি হামলায় রাশিয়া-চীনের উদ্বেগ

ইসরায়েল ৪৮ ঘণ্টার মধ্যে রোববার দ্বিতীয় দফায় সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে।
অত্যাধুনিক অস্ত্র হিজবুল্লার মতো গোষ্ঠীর হাতে চলে যাওয়ার আশঙ্কা থেকেই তাদের এ পদক্ষেপ। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীকে উদ্দীপ্ত করা তাদের উদ্দেশ্য নয়। এতে উত্তেজনার কিছু নেই বা যুদ্ধ বাধানোরও কিছু নেই বলে দাবি করে আসছে ইসরায়েলের সেনাবাহিনী।
কিন্তু রাশিয়া বলছে, ইসরায়েলের এমন হামলার কারণে সিরিয়ায় বিদেশি বাহিনীর সামরিক হস্তক্ষেপের পট প্রস্তুত হচ্ছে বলে মস্কো উদ্বিগ্ন।


সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়ার খবর ইতোমধ্যেই উদ্বেগ বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অ্যালেক্সান্ডার লুকোশেভিচ বলেন, এর মধ্যে বিমান হামলার খবর বিশেষভাবে উৎকণ্ঠা সৃষ্টি করেছে।
“শসস্ত্র সংঘাত বাড়তে থাকলে নতুন করে আরো উত্তেজনা তৈরি হবে, সিরিয়ার সঙ্গে সঙ্গে সে উত্তেজনা ছেয়ে যাবে লেবাননেও। আর তখন আপাতত অপেক্ষাকৃত শান্ত পরিবেশের লেবানন-ইসরায়েলি সীমান্ত হয়ে উঠবে অস্থিতিশীল,” বলেন তিনি।
রাশিয়ার মতো সিরিয়ার আরেক মিত্র দেশ চীনও একই উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েলের নাম উল্লেখ না করলেও বেইজিংয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরকালে চীন সংশ্লিষ্ট সবাইকে সংযত থাকা এবং কোনো দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখানোর পরামর্শ দিয়েছে।


ওদিকে, সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলার প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব বান কি মুনও সব পক্ষকে দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে বিপজ্জনক পরিস্থিতি এড়ানোর আহ্বান জানিয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.