আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৯০

সিরিয়ার আলেপ্পো নগরীতে গত শনিবার সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৯০ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটসের (এসওএইচআর) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত শনিবার আলেপ্পোর উত্তরাংশে হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা নিক্ষেপ করে আসাদ বাহিনী। এতে নারী ও শিশুসহ ৯০ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৩৩ জন বেসামরিক লোক রয়েছেন।

এছাড়া শহরের আল-শার এলাকায় ব্যারল হামলায় নুসরাত ফ্রন্টের ১০ যোদ্ধ নিহত হন।

গত তিন বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আসাদ বাহিনীর ব্যালল বোমা ও স্কুড ক্ষেপণাস্ত্র হামলায় আলেপ্পোতে শত শত মানুষ নিহত হয়েছেন।

সম্প্রতি প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনী এবং বিদ্রোহীদের শধ্যকার লড়াইয়ের কেন্দ্রবিন্দু হচ্ছে আলেপ্পো। গতকাল রবিবারও হেলিকপ্টার হামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.