আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় হামলার বিরোধিতায় ভারত

সিরিয়ায় মার্কিন সামরিক অভিযান পরিকল্পনার বিরোধিতা করেছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, জাতিসংঘের অনুমোদন ছাড়া দেশটির বিরুদ্ধে যে কোনও পদক্ষেপে যে তাঁর ঘোর আপত্তি রয়েছে।

আন্তর্জাতিক মহলকে সিরিয়া সম্পর্কে অবস্থান নেওয়ার আর্জি জানিয়ে তিনি বলেন, যে কোনও রাষ্ট্রেই রাসায়নিক অস্ত্র ব্যবহার করা নিন্দনীয়। তবে বিদ্রোহীদের উপরে সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে কিনা তা এখনও প্রমাণিত নয়। বিষয়টি জাতিসংঘ তদন্ত করছে।

সবার উচিত সেই তদন্ত রিপোর্ট প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা।

সিরিয়া সরকারের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য আন্তর্জাতিক মহলের সম্মতি চেয়েছে ওবামা প্রশাসন। এ নিয়ে রাশিয়ায় বসা জি টোয়েন্টি সম্মেলনে নিজেদের অবস্থান ও অভিযানের উদ্দেশ্যও ব্যাখ্যা করেছেন দেশটির প্রেসিডেন্ট। কিন্তু, এখন পর্যন্ত সিরিয়ার অভিযান নিয়ে কোনো ঐক্যমত্যে পৌঁছতে পারেনি বিশ্বনেতারা। বিষয়টি নিয়ে গোটা বিশ্ব এখন দুই শিবিরে বিভক্ত।

সিরিয়ার বিরুদ্ধে একতরফা কোনো পদক্ষেপের বিরুদ্ধে নিজেদের অবস্থানও স্পষ্ট জানিয়ে দিল ভারত।

এদিকে জি টোয়েন্ট সম্মেলনে উপস্থিত নেতাদের নিয়ে বৃহস্পতিবার এক নৈশভোজে সিরিয়ায় হামলার বিপক্ষে নিজের মনোভাবের কথা জানিয়ে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি বলেছেন, এ অভিযানের পরিণতি হবে ভয়াবহ এবং মর্মান্তিক।   

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.