বুধবার সকালে রাজধানীর কাছে ঘোটা অঞ্চলে বিষাক্ত রাসায়নিক পদার্থসহ রকেট হামলা চালানো হয় বলে বিরোধীপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের বোমা হামলার অংশ হিসেবে এই রাসায়নিক হামলা চালানো হয় বলে দাবি করেছে তারা।
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে কি না তা তদন্তে রোববার জাতিসংঘের একটি তদন্তকারী দল দেশটিতে পৌঁছে।
দেশটির সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, বিরোধীপক্ষের এই দাবি ভিত্তিহীন। তারা তদন্তকারী দলকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের প্রচারণা চালাচ্ছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ বিরোধীপক্ষের এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। তিনি সিরীয় সরকারের প্রতি ওই অঞ্চলে তদন্তকারী দলকে যাওয়ার অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছেন।
হগ বলেন, “যদি এটি সত্য প্রমাণিত হয় তবে তা হবে বেদনাদায়ক এবং সিরিয়ায় এ ধরনের অস্ত্রের ব্যবহারের তীব্রতা বাড়িয়ে দেবে। ”
এএফপির বরাতে জানা গেছে, আরব লিগ ইতোমধ্যে ওই এলাকায় জাতিসংঘের তদন্তকারী দলকে যেতে অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছে।
আন্দোলনকারীরা জানিয়েছে, ইরবিন, দুমাম এবং মুয়াদহামিয়াসহ অন্যান্য বেশকিছু এলাকায় এই হামলা চালানো হয়েছে।
বিরোধীপক্ষ থেকে ইউটিউবে দেয়া ওই এলাকার দৃশ্যে দেখা যায়, অসুস্থ হয়ে পড়া অনেকে অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। ভিডিওফুটেজে দেখা যায়, অনেকশিশুসহ প্রাপ্তবয়স্ক মানুষদের অন্যান্য নানা ধরনের শারীরিক সমস্যাসহ শ্বাসকষ্ট হচ্ছে।
তবে এই ভিডিওফুটেজের সত্যতা এখনো নিশ্চিত করতে পারেনি বিবিসি। অবশ্য কিছু বাড়তি যাচাই-বাছাই ও পরীক্ষার মাধ্যমে এই ফুটেজটি সত্য বলেই তারা ধারণা করছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।