আমি মনে প্রাণে একজন মুসলিম। ঘৃণা করি ধর্ম বিদ্বেষী নাস্তিকদের এবং ধর্ম ব্যবসায়ী ছাগু তথা উগ্রবাদীদের। ক্যঁচাল পছন্দ করিনা । । একটি বিষয়ে আলোকপাত না করে পারছিনা আর তাহলো বহুজাতিক কোম্পানীরা আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করবে অথচ আমাদের মিডিয়াগুলোতে প্রচার এবং প্রসারের জন্য বিজ্ঞাপনচিত্র পদর্শন করবে হলিউড বা বলিউড থেকে তৈরী করা বিজ্ঞাপনচিত্র।
আমাদের দেশের বিজ্ঞাপন কি এদেশের মানুষের মন কাড়েনা? ভারতীয় বিজ্ঞাপন ড্রাবিং করে অনায়াসে চালিয়ে দিচ্ছে ইউনিলিভার রেকিট এন বেনকিজার এর মতো অসংখ্য প্রতিষ্ঠানসমূহ।
সম্পতি একটি এ্যড দেখলাম ডাভ ব্রান্ডের সেখানে ড্রাবিং পর্যন্ত করা হয়নি!..
ভারতে তো তারা ব্যবসা করছে সেখানে বলিউড থেকে বিজ্ঞাপন তৈরী করে সেদেশের মিডিয়ায় প্রদর্শণ করছে। তবে বাংলাদেশে কেন তাদের বিজ্ঞাপন তৈরী করে টিভি চ্যনেলে পদর্শণ করতে তাদের এত অনিহা??
আমাদের বিজ্ঞাপন শিল্প বেশ মানসন্মত। ভালোমানের এড আমাদের দেশেও তৈরী হয় তবে কেন আমাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহুজাতিক কোম্পানীগুলো লুটে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা?
এ বিষয়ে ভাববার সময় এসেছে এখন। সবার আগে দেশ।
আমাদের মিডিয়া ব্যাক্তিত্বদের এ বিষয়ে ভেবে দেখার আহবান জানাচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।