অনেক কিছুতেই নাক গলাই যাহা না গলালেও পারি !! অদ্ভুদ হলেও সত্যি আমি পারি না লিখতে , তবুও আমি চেষ্টা করে যাচ্ছে , আমি জানি এইটাই একটা অনুপ্রেরণা বা পাওয়া , যে পারে না সে চেষ্টা করছে , হাটতে ও আমি পিচ্চি কালেও পারতাম না তাই বলে কি আমি হাটা শিখিনাই , অনেক উস্টা , আছার , ব্যাথা পেয়ে তারপর আমার হাটা যাত্রা হয় , তার মানে কি এই দ্বারাচ্ছে না আমি লিখতে লিখতে এক দিন না একদিন ভালো কিছু লিখতে পারবো !!? আমার জম্মগত কোন জিন নেই লেখায় , কারণ আমার বাবা -চাচা বা আরো জ্ঞাতি গোষ্টি কেও লিখা লিখি করতো না , আমি লিখি আমার কষ্ট , আনন্দ , হাসি , কান্না , অশ্রু, মায়া , অনুভূতি , ভালোবাসা , হতাশা ,আশা , কাছে মানুষ , দূরের মানুষ , ক্ষুদা , অদেল খাবার , তৃষ্ণা , পরিতৃপ্তি , আলো , বাতাস , বায়ু নীল রঙ , আকাশ , বৃষ্টি , আরো হাজারো শব্দ আমাকে পেয়ে বসে যাহা আমার শব্দের পিঠে শব্দ বসাতে বসাতে কিছু একটা হিজিবিজি হয়ে যায় !! কেউ হয়তো বকা দেও কি আজগুবি হিবিজিবি কথা বার্তা কেউ বলে লিখ একদিন ভালো কিছু হবে !! এই খানে আমি কি বলতে চেয়ে কি লিখিছি আমি জানি না যে কষ্ট করে ঢু মারবেন তার নিজের দোষ আমার বাজে লেখা পড়ায় , আমাকে দোষী করতে পাড়বে না !! :p
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।