ভাবতে ভাবতেই একসময় হারিয়ে যেতে চায় ভাবনার জগতে টিপাইমুখ বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপের জন্য দরকার ১ লক্ষ সাইন। আর সাইন করতে হবে আমাদের। আসুন, ২ মিনিট সময় ব্যয় করি দেশের জন্য। এই লিংকে যান
First Name, Last Name, Email, Address, City এই ঘরগুলো পূরণ করুন। State ঘরে পাশে Outside U.S. এ ক্লিক করুন।
দেখবেন State শব্দটি পরিবর্তিত হয়ে Country হয়েছে। এইবার সেখান থেকে Bangladesh সিলেক্ট করুন। Post Code এ আপনার এলাকার পোস্ট কোড দিন। যারা পোস্ট কোড জানেন না তারা ঢাকার পোস্ট কোড ১০০০ দিয়ে ঘরটি পূরণ করুন। তারপর Sign এ ক্লিক করে পিটিশনে সাইন শেষ করুন।
পোষ্ট কোড জানা না থাকলে নিচের লিংকে দেখুনঃ
ঢাকা বিভাগঃ http://bitly.com/rCGwNe
চট্টগ্রাম বিভাগঃhttp://bitly.com/scBcDG' target='_blank' > http://bitly.com/scBcDG
খুলনা বিভাগঃ http://bitly.com/v8j8rf
সিলেট বিভাগঃ http://bitly.com/sda4fp
বরিশাল বিভাগঃhttp://bitly.com/rX8NlO' target='_blank' > http://bitly.com/rX8NlO
রাজশাহী ও রংপুর বিভাগঃ http://bitly.com/ulxLOh
অনেক ব্লগার আছেন এই পেইজে। তাদের অনুরোধ করব এই লেখাটি ব্লগে প্রকাশ করুন। অনেক পেইজের এডমিন আছেন তাদের অনুরোধ করব লেখাটি শেয়ার করুন। আমাদের কোনো ক্রেডিট দেওয়া লাগবে না, দেশের জন্য কাজ করছি, নিজের নাম কমানোর জন্য নয়। যারা এই লেখাটি পড়ছেন তারা এই লেখাটিকে শেয়ার করুন।
যত সম্ভব লেখাটিকে ছড়িয়ে দিন।
দেশের জন্য ২ টা মিনিট সময় দিন, আর কিছু না হোক অন্তত নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকবেন।
[খুব দেশপ্রেম আমাদের!! ২ মিনিট সময় দিতে সাইন না করে যুক্তি দেখাচ্ছি যে সাইন করলেও লাভ হবে না !! আশ্চর্য হয়ে যাই, মানুষগুলো কিভাবে রাজনৈতিক দলগুলোর অন্ধ সমর্থক হয়??
সেখানে victories নামে একটা ট্যাব আছে। সেইখানে ক্লিক করে দেখুন এইভাবে তারা অনেক সফলতা পেয়েছে। কিছু লিঙ্ক দিলাম, দেখুন -
1. http://www.itdpc.org/
2. http://www.farakkacommittee.com/tipaimukh-dam.php
3. http://www.voiceforjustice.org/
আমরা চেষ্টা না করেই হায়-হুতাশ করলে তো হবে না।
আসুন, আগে চেষ্টা করি
পোস্টটি শেয়ার করা হয়েছে ফেসবুক গ্রুপ "বদলে দাও সমাজ। বদলে দাও দেশ। " থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।