আমাদের কথা খুঁজে নিন

   

যান্ত্রিক সুর বনাম যান্ত্রিক সুরহীন

আর সবার মতোই আমি একজন সাধারণ মানুষ, তবে ভাল কিছু করতে চাই। অনেকবার লিখলাম অনেকবার ডিলিট করলাম। শেষমেশ মূল অভিব্যক্তিটা লিখছিঃ গান কে অনেকে মনের ভাষা বলে থাকেন। আযান এর মহাত্ম গান এর সাথে তুলনা করার চেষ্টা করাও গুনাহের কাজ, কিন্তু আযান কিন্তু মনের ভাষাই। আযান আমরা প্রতিদিনই ৫ ওয়াক্ত শুনে থাকি, কি মধুর, কি শ্রুতিময় সেই সুর, যেখানে যান্ত্রিক কোন সুরের ছোয়া নেই, রয়েছে শুধু আল্লাহ্‌ প্রদত্ত কুদরত।

এছাড়া রয়েছে কোন জানা শোনা হামদ ও নাত। যেখানে আমরা সবাই জানি কোন যান্ত্রিক সুর ব্যবহার করা হয়নি। যেমন: এই হামদ্‌টি: নিশ্চয়ই শুনেছি এই মধুর হামদ্‌টি আমরা সবাই। মহান সৃষ্টি কর্তার জন্য আমরা যান্ত্রিক সুর বিহীনই তার মহিমার প্রকাশ করতে পারি। কিন্তু দেখুন অন্য যে সকল গান আমরা শুনি যেখানে কত রকম যন্ত্রের ব্যবহারের ফলে সেই গানটি শ্রুতিমধুর করে তোলার (অপ)চেষ্টা করা হয়? তাহলে কে জিতবে? যান্ত্রিক সুর নাকি যান্ত্রিক সুরহীন অভিব্যক্তি? অবশ্য পৃথিবীর শেষ হবে হযরত ইশরাফিল (আঃ) এর শিঙ্গা'র ফুঁ দিয়ে! জানি না ঠিক বোঝাতে পেরেছি কিনা যা বোঝাতে চেয়েছি।

আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।