আমাদের কথা খুঁজে নিন

   

যান্ত্রিক কান ও কান্না

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com যে কান্নার স্বর কেউ শোনে না, সে কান্নার সুর আমার কানে এতো বাজে কেন? হয় আমি মরে ভূত হয়ে গেছি, নয়তো পৃথিবীতে অস্ফুট কান্নার আওয়াজ গেছে বেড়ে। তবুও কেউ শোনে বাকিরা শোনে না কেন? সব কান হয়তো হয়ে গেছে যান্ত্রিক, আমার দুটো এখনও ক্রন্দন শোষণ করে। আমার কান্না তবে শুনবে কে? নিজেই শুনছি না তো নিজের কান্না? বোধহয় আমরা শুধু আপন কান্না শুনি। সব কান হয়ে গেছে যান্ত্রিক, কেউ শোনে না কারও কান্না। আপন কান নিয়েই আমরা ব্যস্ত।

আপন কান্নাতেই আমাদের ভাবনা। কানের মতো কান্নার শব্দও একদিন যান্ত্রিক হয়ে যাবে। ক্যাচ ক্যাচ ক্যাচ ক্যাচ ক্যাচ ক্যাচ। যান্ত্রিক কানে কান্নার শব্দ হবে ক্যাচ ক্যাচে, বিরক্তিকর। সত্যি বলতে কি একদিন কান্না বিলুপ্ত হয়ে যাবে।

কান ও কান্না যান্ত্রিক হচ্ছে, চোখ ও হৃদয় যান্ত্রিক হচ্ছে না - কোন কবি তো এমনটা বলেন নি। জানেন তো, কবিরা সবচেয়ে বড় জ্যোতিষী। কবিদের কবিতা ইতিহাস, বর্তমান ও ভবিষ্যৎবাণী।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।