আমাদের কথা খুঁজে নিন

   

যান্ত্রিক

শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে...
এই শহরে... দিন শেষে ক্লান্ত রাত নামে বিষাক্ত বাতাসে বিষণ্ণ সুর বাজে ব্যস্ততা খুজে ফেরে ব্যস্ত মানুষ এখানে সময় থমকে দাড়ায় অগণিত মানুষ- সুতীব্র কোলাহলে কি যেন আশায় বুক বাধে এখানে রাতেও নীড়হারা পাখির দল নিশাচর শহুরে প্রহরী হয়ে- মুখতির কলতানে। রাত শেষে আবারো জাগে ভোর আরও একটা দিনের শুরু তবুও বিনিদ্র আকাশে জ্বলে দুয়েকটা তারা আবার পিচঢালা পথে জীবনের মানে খোজা। এই জনপদে, এই কোলাহলে মানুষের আরও কাছাকাছি- আমরা সবাই, প্রতিনিয়ত... প্রতিনিয়ত যান্ত্রিক ক্রোধে বাঁচি, কাঁদি, হাসি, এখনো আমরা ভালবাসি, যান্ত্রিক আবেগে... © দি ফ্লাইং ডাচম্যান
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।