তাহমিদুর রহমান
ধূলিময় আকাশে উন্মাদ উল্লাসের ছড়াছড়ি
নিষ্প্রাণ মৃত্তিকায় কর্মের অবিরাম ঘূর্নণ।
অবচেতনের বিজানুপাতে ধূসর দুঃসহ অন্ধকারে
এঁকে দেয় মানব চরিত্রের কালিমা চিহ্ন।
আস্তাকুঁড়ের গল্প শোনা যায় রাস্তায়
কনক্রিটের মাঝে জীবন, শুষ্ক সিমেন্ট
রাস্তায় গাড়ীর শব্দ, ব্যস্ত দূষিত ধোঁয়া
মুহূর্ত নিরবতা, আবার সেই শব্দ,ধোঁয়া
গলাকাটা মুরগির মত সমাজের মৃত্যু
প্রগতির দীপ্ত পাহাড়েই চলে অধঃপাত
নশ্বর পৃথিবীতে অবিনশ্বর হওয়ার চেষ্টায়
দিগন্ত ক্ষেতে হলুদ ফুলের অরন্যে রোদন
কবরস্থানে প্রতিদিন অপঘাতে মৃত্যুর লাশ।
ডাস্টবিনে নেড়ি কুত্তার সাথে মানব শিশু
ক্ষুধার কান্না কঠিন পাহাড়ে ঢাকা
অস্তিত্ব বিহম্বল সীমায়, পচা মাংস
যুবার হতাশার সামনে লালচে অট্টহাসি
বেকারত্বের অভিশাপে দিশেহারা পথিক
অন্তিম আকাশের নিচে নিশ্চল অট্টালিকা
চৈত্রের রাত্রি, নবযৌবনা সূর্যের মৃত্যু
পাতালঠেলা গাড়িতে উথাল পাতাল দূর্নীতি
অনুশচনার ঠেলা গাড়িতে অথর্ব মানুষ মূষিক
খসে পড়া পাতার নিঃসরনে অনিয়মের দ্ব্যার্থ হাসি
ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করা চতুর শয়তান
বেদনার বৃহদারণ্যে একে অপরকে স্বাগতম।
জীয়নকাঠির স্পর্শ শুধুই মূল্যবোধ অবক্ষয়
উল্লাসে ফেটে পড়ে তীব্র কামরূপ
অবিশ্বাসী কুৎসিত লম্পটের বীর্য উচ্ছাস
বাজারের শেষে কোন যুবতীর দেহ ব্যবসা
মোহন মধুরীর অন্তরালে পুরুষের শোষনতৃষ্ণা
খসে পড়ে যত সব সম্পর্ক, চরমমুহূর্ত
হতাশায় পর্যবশিত সন্ধ্যার বিস্বাদ বারান্দায়
হত্যা, চাপাবাজি, ছিনতাই স্তম্ভিত চরিত্র
ড্রাগের নেশায় ঝরে পড়ে নতুন কুড়ি
পঙ্গু সভ্যতায় সবকিছুতেই নষ্টামির অধিকার
ভাইয়ের কাছে বনের শ্লীলতাহানির খবর
বিধবার মুখ গুঁজে কান্না, স্বামীর লাশ
রক্ত পিপাসুরা আজ সর্বত্র বিরাজমান
মানুষ শুরু করেছে বদ্ধ গুহাবাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।