ফেসবুকে আমি https://www.facebook.com/LINCON04 কালো অক্ষরে অভয় বানী, অথবা ভয়ের সংসারে হামলে পড়ে ঘাতক, কালো অক্ষরের ভাষা কখনো সাদা, কখনো বেদনায় নীল, কখনো হলুদ কুটিল! তোমাদের স্বপ্ন এখনো ছাপা হয় দৈনিকে, এখনো কথা বলে মুখবন্ধ গুলো! এখনো জোড়া খুনের গন্ধ শুঁকতে হাজির হয় দুচোখ, শক্ত হাতে কাগজের পৃষ্ঠা চেপে! এখনো সাজানো বাগানের কথা, মনো জটিলতা, ভাষা ভালোবাসা, অথবা ছাপা হয় নীরবতা! বত্রিশ পৃষ্ঠায় স্বদেশের কথা, বিদেশের কথা, বাড়ির কথা,হাঁড়ির কথা ছাপা হয়, ছাপা হয় অথবা বুড়ির কথা! শব্দেরা প্রতিদিন লাশ হয় এখানে, ধর্ষিত হয়, অথবা হলুদ হয় কোন ইশারায়! ভাষা পাল্টায় এখানে আদালতের রায়! এখানে প্রথম পাতায় কারো জীবনী, রাজনীতিকের জবানবন্দী, অথবা সারমেয় ঘেউ ঘেউ, অথবা হত্যাকারীর সাজাপ্রাপ্ত আত্মহত্যাকারী কেউ! রাত ঘুম শেষে চাকাপ হাতে কারো মৌনতা! এটি একটি দৈনিকের আত্মকথা।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।