আমি চট্টগ্রামের ছেলে, কর্ণফূলীর তীর ঘেষে শাহমীর পুর গ্রামে আমার জন্ম। আমি কোন কালে নজরুল বা সুকান্ত হতে চাইনি। তবে তাদের আবেদন আমাকে আবিষ্ট করে। জীবনানন্দের বনলতা সেন, নজরুলের বিদ্রোহী আর সুকান্তের পূর্বাভাস আমাকে হতাশার বেলাভুমির আলুথালু পথে নব পথের সংবাদপত্রের স্বাধীনতা মনজুর মোরশেদ আমাকে লোহার মতো পিটিয়ে পাত করা যাবে, কিন্তু আমার বৈশিষ্ট্যে কোন পরিবর্তন আসবেনা। আমাকে পাটিসাপটা পিঠার মতো ভাজ করা যাবে, কিন্তু আমার আওয়াজ একটুও কমবেনা। আমাকে ময়লার স্তূপে নিক্ষেপ করা যাবে, কিন্তু আমার দেহকে পচানো যাবেনা। আমাকে কারা-শিকলে নিক্ষেপ করা যাবে, কিন্তু আমার বাক রুদ্ধ করা যাবেনা। পুলিশের ডাণ্ডাবেড়ি, সেনা শাসকের কামানের গোলা আমার স্বাধীনতাকে আগলে রাখতে পারবেনা। আমি অত্যাচারকে ছিন্নভিন্ন করি আমার স্বাধীনতা দিয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।