সবুজের স্নিগ্ধতায় হারিয়ে যাওয়া
মানে ই তোমাকে পাওয়া নয়
তোমাকে পাওয়া মানে কৃষ্ঞচূড়ার নীচে
অবলীলায় শেষ মুহূর্তেও
আর একটু অপেক্ষা
অবশেষে নিঃসঙ্গ মনে মুক্ত বিহঙ্গের মত
আকাশের বুক চিড়ে ঘুরে ফেরা ।
সাগরের তীরে চরন চিহ্ন একে দিয়ে
নিঃসঙ্গ মনে দু পা ভিজিয়ে
উদাসীন মনে আকাশ দেখা মানে
তোমাকে পাওয়া নয় ।
স্পর্শের অনুভূতি খুঁজে ফিরি এদিক ওদিক
যেখানে তোমার শূন্যতা
আর অন্য কিছু নয়
তুমি নেই তবু পাখিরা নীড়ে ফেরে
শুধু হয়না আমার নীড়ে ফেরা
যেখানে নিঃসঙ্গতায় অশ্রু ঝরায়
সেখানে তোমায় খুজে পাই
সেই আগের মত
তোমায় ছুয়ে যাওয়ার প্রবল ইচ্ছায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।