দু'চোখে বৃষ্টি নিয়ে অরণ্যে একা আমি , চট করে মুখটাকে লুকাই । আকাশকেও ভয় ,ও যদি জেনে যায় ! আজ আকাশ যেন কেমন অচেনা সুদূর - মেঘেরা কি নিলো আড়ি ? ওরা কোথায় উড়ে যায় ? মনটা খুব চাইছে আজ মেঘের সঙ্গী হতে , তোমার কাছে এক ছুটে চলে যেতে , মেঘ হয়ে মেঘের বাড়ি নিমন্ত্রণ পেতে । তুমি কি করছো , ভাবছো কি আমায় ? আকাশের দিকে চাও - ওই যে এককোণে ছোট কালো এক টুকরো মেঘ হ্যাঁ ,ওটাই আমি । তুমি শুধু ছুঁয়ে দাও শ্রাবণ ধারা হয়ে ঝরবো আমি । শুধু একবার ছুঁয়ে দাও । ১৩.০৭.২০১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।