আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটী ভাষা

মানুষ হিসেবে আমি কেমন তা নিজেও জানি না...হয়ত average type এর হবো... একটু sensitive একটু জেদি...... অনেক পাগলাটে...কিছুটা উন্মাদ... আর দেশ নিয়ে বিশাল সপ্নবাজ...আমার দেশ নিয়ে আমি খুবই আশাবাদী... আমার বন্ধুদের ছাড়া বাঁচা আমার পক্ষে possible না... গম্ভীর হওয়া সিলেট এসেছি । সাথে বন্ধু । উদ্দেশ্য শুধুই ঘোরাঘুরি । বাস থেকে নেমেই বন্ধু বলে " সিলেট এ সবচে যেটা ঝামেলা হবে তা হল এখানকার ভাষা " । আমি বলি ' কেন? ' ।

ও বলে ''এখন না । পরে বলবো '' আমি বললাম "আচ্ছা " । এরপর সিএন জি ভাড়া করলাম । ঢাকায় যেমন পুরা সিএন জি ভাড়া একজন বহন করা লাগে ওখানে তার উল্টো । বাসের মত জন প্রতি ভাড়া ।

আমি বললাম "ভালই তো"...... আমাদের কাধের ব্যাগ হাতে নিয়ে দুই বন্ধু ড্রাইভার এর দুপাশের সিট ( আলাদা ভাবে এক সিট কে বাড়িয়ে ৩জনের বসার ব্যবস্থা ) এ বসলাম । যাই হোক । উঠে পড়লাম সিএন জি তে । গন্তব্য বন্ধুর বড় ভাইয়ের মেস ( উনি শাহজালাল এ পড়েন )। সেখানেই তার ঘাড়ে চড়াও হবো বলে আগে থেকে সিদ্ধান্ত নেয়া ছিল ।

সিএন জি ড্রাইভার আমাদের দেখে গল্প শুরু করলেন । বলা বাহুল্য যে আমার ওই বন্ধু আগে একবার মাত্র সিলেট আসলেও তার সিলেটী ভাষা সম্পর্কে জ্ঞান আমার মত শুন্য কিন্তু আমরা আমাদের স্কুল লাইফ এ যে ভদ্রতা শিখেছি তার বদৌলতে ড্রাইভার সাহেব যা বলেন আমরা তাতেই মাথা নাড়ি পুরো বিজ্ঞের মত । এবং ভাব ধরি যে তার কথাগুলো লাখ টাকার কথা । ড্রাইভার ভাই ও আমাদের মত এত আগ্রহী শ্রোতা পেয়ে সপ্তম আসমানে । তার কথায় তখন নতুন ধার ............ আর আমাদের মাথা ঝাকাতে ঝাকাতে গলা প্রায় ধড় থেকে আলাদা হওয়ার অবস্থা ।

যাই হোক ..... আল্লাহ সহায় । আমাদের গন্তব্য স্থল হাজির । আমরা সিএন জি থেকে নেমে ড্রাইভার ভাইকে ভাড়া দিলাম । সাথে আমার বন্ধু মুচকি হাসি ও উপহার দিলো । উনি যখন সিএন জি চালিয়ে সামনে চলে গেলেন তখন আমার বন্ধু আমারে জিজ্ঞেস করে " কিরে সিলেটী ভাষা বোঝার সাধ মিটছে? " আমি বলি " আমার কছে তো প্রায় চাইনিজ ভাষার মত লাগল খালি লোকটার চোখ গুলা একটু বড় বড় " আমার সে বন্ধু তখন ভাব নিয়ে বলে "আমি তোরে এজন্যই আগে বলি নাই ।

বাস্তব উদাহারণ দিয়ে বুঝালাম এটা তো কিছুই না । আরেকদিন ওনাদের ঝগড়া করা দেখাব । সিলেটী মানুষ ছাড়া আমি তুই কেউই ওই ঝগড়ার মর্ম উদ্ধার করতে পারব না ........ " পাদটীকা : আমাদের সেবার সিলেট ভ্রমণ খুবি মজার হয়েছিল । আমার আজও সেই ড্রাইভার ভাই এর কথা মনে আছে । তবে দুঃখের বিষয় যে আমার আর সিলেটী মানুষের ঝগড়া দেখা হয় নাই সেবার ।

আশায় আছি পর কখনো গেলে আয়েশ করে সিলেটী মানুষের ঝগড়া দেখব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.