আমিতো মরে যাব চলে যাব রেখে যাব স্মৃতি.................... গার্লফেন্ডরে বাসায় দিতে গেছি, বাসার পাশের দোকান দেখে বললাম ললিপপ খাবা, ওমা এই কথা শুইনা দেখি মাইয়া প্রথমে চোখ বড় করল তারপর গাল লাল হল তারপর হাসি ইস্টার্ট করল, ঘটনা কি মাইয়া দেখি খালি হাসে আমি জিগাই হাস ক্যা, হে দেখি কিছু কয়না খালি হাসে, কয়েকবার প্রশ্নের পর হাসি থামাইয়া কয় এমনি হাসি, আমি কই আমারে কি ভুদাই পাইছ না তুমি পাগল হইয়া গেছ এমনি এমনি কে্উ হাসে। হাছা কইরা কও কেন হাস নাইলে আমি মাইন্ড করমু আমার চাপাচাপিতে পরে হে বলে আমার একটা কথা মনে পড়ছে। আমি বলি কি মনে পড়ছে। কয় বলা যাবেনা। আমি কইলাম না তুমারে কইতে হইব না কইলে আমি ব্যাপক মাইন্ড করমু।
হে বলে কি ছেলের পাল্লায় পড়লামরে বাবা, হাইসা তো দেখি ভালো বিপদে পড়লাম। তারপর হে বলে কিছু দিন আগে বান্ধবীর মোবাইলে এক ভিডিও দেখছিলাম হেই ভিডিওর একটা কথা মনে হইল তাই হাসি আর কিছু জিগাইওনা কিছু কইতে পারুমনা। আমি কই আচ্ছা আর কিছু জিগামুনা খালি কও ভিডিওর নাম কি আছিল। আমিও দেখুম। আহা! না জানি কি মজার ভিডিও।
ভিডিও দেখার পরেও মনে হইলে হাসি আসে। হে কয় নাম কইতে পারুমনা। আর প্যাচাল বাদ দেও না হলে এবার আমি মাইন্ড করমু । ভুই পাইয়া গেলাম। হেতেরে আর কিছু না জিগায়া বাসায় আইসাই ফেসবুক ওপেন কইরা দেখি আমার জানে এই ছবি খানি আমার ইনবক্সের মেসেজে দিছে আর কিছু কয় নাই।
আমি হালা আসলেই টিউবলাইট। এই ব্যাপারটা বুঝতে এতক্ষণ লাগলো। তারপরতো টাশকি খাইয়া গেলাম শালা দুনিয়াটা কই আগাইয়া গেছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।