আমাদের কথা খুঁজে নিন

   

ললিপপ

তুমি ক্ষমাশীল হও, সৎ কাজের আদেশ কর, আহাম্মকদের থেকে দূরে থাকো. -সুরা আরাফ, আয়াত.১৯৯ রাত ১২টা ১ বাজার সাথে সাথে মবিনের ফোন, ওকে আমি খুবএকটা পছন্দ করিনা, ব্যাটা অধিক কথা বলে। জীবনের সব কিছু নিয়েই ওর একটা খুত খুতানি ভাব আছে, আমার কথা হইলো এইটা প্রগতিশীল দের যুগ। মানুষ এখন যথেষ্ট আধুনিক আমরা নারী উন্নয়ন আর্থিক উন্নয়নে ভেসে গিয়ে ঢেউয়ের তোড়ে ২০১১ থেকে ২০১২তে ছিটকে পড়লাম। আমাদের এ যুগের মেয়েরা এখন যা খুশি তাই পরতে পারে, এটা পরা না পরা এখন তাদের মৌলিক অধিকার। একটা মেয়ে যদি টাইট গেন্জি আর টাইলসে কমফোর্ট ফিল করে তাইলে আমরা কেন তারে আর একটু বেশি ফিল করতে চামুনা না? এই ব্যটার এই জায়গাও ব্যাগরা, ইসলাম কইছে হ্যান ত্যান মেজাজ খারপ কইরা দেয় ব্যাটা।

আরে ভাই এতই যখন ইসলাম ইসলাম করস তাইলে সৌদি যা, খুরমা খাজুর খা, আমারে জালাস ক্যা? আলসেমি নিয়ে ফোন ধরি? ওপাসথেকে মবিন বলে, "খোশ আমদেদ ২০১২। " বিরক্তি নিয়ে বলি, "এই তুই তোর অতি ইসলামিক আদিক্ষেতা থামা, শুনছি রমজান মাসে খোশ আমদেদ শব্দটা ব্যাবহার হয় এখন ইংরেজী নববর্ষের প্রথম দিন ও তুই একই শব্দ ব্যবহার করছিস ফাইজলামি আর কি?" ও বলে,"আরে চটোস ক্যা? তুই নাস্তিক পন্থি হইছোস হ। " "আমি বিরক্তি নিয়ে বলি আরে আমি নাস্তিক তোরে কখন বললাম? আমি হইছি আধুনিক মুসলিম। " মবিন বলে," মামা আর কতো নিজেরে মুসলিম বইলা দাবি করবা? বুঝিনা! তুই আমারে বুঝা কোন অর্থে তুই এখনো মুসলমান আছোস? আচ্ছা যা একটু সহজ কইরা দেই, আমি তোরে কয়েকটা প্রশ্ন করি তুই জবাব দে। " আমি ঘরির দিকে তাকাই বলি, "দোস্ত এখন রাখতো।

তোর সাথে গ্যাজানোর সময় নাই। রাত ১২টার সময় আমার তোর প্রশ্নের জবাব দেবার বিন্দু মাত্র ইচ্ছা নাই" ও বলে"আহা বলনা এরকম করস ক্যা?" আমি ভ্রু কুচকে বলি," ঠিক আছে বল। " ওবলে,"তুই মদ খাওয়া কে কি চোখে দেখিস?" আমি আলসেমি নিয়ে বলি,"এটা একটা পানিও আমেরিকাতে মানুষ পানির চেয়ে মদ বেশি খায়। মদের মতন অমৃত আর কিছুতে আছে নাকি ব্যাটা?" ও বলে, "হু অমৃত খাইয়া ওরা মা বোন গোলাইয়া ফালায়। " "নারী কে কি চোখে দেখিস?" "নারীর সব অধিকার থাকা উচিৎ, নারী গাড়ী চালাবে ঘোরা চালাবে আমেরিকাতে নারীরা কি না করে? আমাদের দেশটার অবস্থাই হয়ে গেছে খারাপ নারী একটু ছোট কাপর পরলেই ঈমানদার দের ঈমান খাড়া হইয়া যায়, হাউ ফানি! অথচ আমেরিকাতে নুড বিচ আছে, সেখানে মেয়েরা যেভাবে খুশি থাকতে পরে, কতটা স্বাধীন তারা।

ওআও তুই ভাবতে পারিস একটা মেয়ে সম্পুর্ন (বিপ) হয়ে পানিতে ভাসছে আহ!অসাধারন। আমদের দেখার দৃষ্টি ভংগিটা পাল্টাতে হবে বুঝলি। ওখানে তো কোন সমস্যা হয়না, মেয়েরা (বিপ) হয়ে বসে আছে তাদের মতন আর ছেলেরা (বিপ) হয়ে তাদের মতন, আর আমাদের এই দেশে জাত গেল, জাত গেল ভাবটা গেলোনা। " ও একটু খোচা দিয়ে বলে, "সত্যিই অসাধারন বুঝলামনা দেখার দৃষ্ট ভংগিটা ক্যামনে পাল্টামু Book এর o দুটা যে Vowel আর সেই oদুটার দিকে তো দৃষ্ট ভংগি পাল্টে লাউ ভেবে তাকাতে পারতেছিনা। " আমি বিরক্তি নিয়ে বলি, "এই আমি ফোন রাখি তুই খুব অশ্লীল কথা বলিস।

" ও ব্যাংগ করে বলে, "আরে বাপরে নিজে বাংলাদেশ নুড বিচ বিছাইতাছো, তাতে কিছু হয়না। একটা মেয়ে (বিপ) হইয়া (বিপ) করতেছে সেটা কাব্য হয়, আর আমি তোর কথা মতন দৃষ্ট ভংগী পাল্টানোর চেষ্টা করলাম সাথে সথে অশ্লীল হয়ে গেল। " "আচ্ছা যা Next প্রশ্ন, যৌনতার ব্যাপারে তোর মতা মত কি?" "শোন আমি যখন আমেরিকায় থেকেছি তখন দেখেছি ওটা ওদেশে কোন ব্যাপারই না। ওখানে ফ্রি সেক্স চলে, বুঝলি তোরা পরিমলদা কে নিয়া এতটা নালাফাইলেও পারতি, মিচুয়াল ব্যপারে আমেরিকান গভার্মেন্ট নাক গলায় না। আর যৌনসুখের ব্যাপারটায় কোন বাধা ধরা নিয়ম না থাকারই কথা।

একজন মেয়েই ঠিক করবে সে কটা পুরুষের সাথে শোবে। তোরা আছিস মেয়ে গুলোকে হিজাবের ভিতরে ভরে রাখার চেষ্টায়। " ও বলে, "তার মানে তোর বৌ যার সাথে খুশি (বিপ) করতে পারে?" আমি তাড়া হুরা করে জবাব দেই, "আরেনা তা হবে কেন এতক্ষন যা বললাম তা তো আমেরিকার ঘটনা?" ও আবার আমকে খোচা দিয়ে বলে, "কিন্তু তুইকি জানিস তোর ছেলের চেহারার প্রায় ৯৫% আমার চেহারার সাথে মেলে। " আমার মনের মধ্যে একধরনের খচ খচানি অনুভব করি। সত্যি কি তাই নাকি তাইলে কি হবে? আবার মনকে বোঝাই আরে না মবিন এরকম কাজ করার ছেলেনা, ও নিশ্চয়ি ফাইজলামি করে বলেছে।

"আচ্ছা এবার বল তুই এসবের কোন ব্যাপারটার বৈধতা ইসলামে পাবি?" আমি বলি না নেই, "ইসলামকে পরিবর্তন করে আধুনিক করতে হবে?" ও বলে "চুপ কর সালা বকধার্মিক। তোরাই ইসলামের ক্ষতি করছিস না আস্তিক দের চেয়েও বেশি, তোরা - ইসলামে সুদ খেতে নিষেধ করেছে তোরা খাবি, ঘুস খেতে বারন তোরা খাবি, মদ খাবি, নারী খাবি, আগনিতো জন খাবি। তার পরও তোরা দাবি করবি We love ইসলাম and we love স্যামপেন অসাধারন! বাহ, বাহ। নিউ ইয়ারের দিন একটু মদনা হলে সেলিব্রেসন হয়না, রাতে গার্লফ্রেন্ডের সাথে ক্যাবারে করার পর, একটু মাস্তি না করে, শরির পাতলা না করলে আমেজ টা ঠিক জমেনা। আবার মাঝে মাঝে একটু দোস্তানা না করলে শরিরের আড়মোড় ভাংয়েনা।

তোরা নারী মানে মনে করিস উলালা উলালা আর ফ্যান্টাসি আর এই ফ্যান্টাসি পুরনের জন্যই তোরা নারী কে পথে ডাকিস, বলিস এসো চুল খুলে পথে নামি এসো উল্লাস করি, বেশি মাতাল হইয়া গেলে টি এস সি কে নুড বিচ বানাস। বাধনের কথা তো জাতী ভুলেনাই সেই মহান চুল খোলা তার -ফেইস-বুঊঊক, আজো জাতী শ্রধা ভরে স্মরন রেখেছে। তোদের ধর্ম হীনতা আজকে প্রভা তৈরী করে, চৈতি তৈরী করে। আমরা বাংলাদেশিরা আর কিছু পারি আর না পারি ব্লুফিল্মের বাজারটাকে সমৃদ্ব করতে পারছি। বিশ্বে সাথে তাল মিলিয়ে।

ভালো বাসা দিবসের পরের দিন একের পর এক গার্লফ্রেনডের সাথে হিডেন ক্যামেরায় রেকর্ড করা ভিডিও আপলোড দিবি নেটে, আর মনে মনে বলবি মাআআআল একটা, তোরা আবার মুসলমান সাজার ভেক ধরিস, কেউ কেউ তো নাস্তিকতার নামে ইসলামের বিরুধ্বে মিথ্যা প্রপাগন্ডা ছড়ানোর দায় ভার নিয়ে বসে আছিস। আর নারী কে স্বাধীনতার কথা বলে এসব খারপে দিকে প্রলুন্ধ করে ঘর থেকে হিজাব থেকে বের করে আনছিস, যত দিন দরকার ততদিন ব্যাবহার করছিস, ব্যাবহার শেষ। হয় মেরে ডাষ্টবিনে ফেলে দিচ্ছিস অথবা মোবাইলে ভরে নিচ্ছিস প্রটিন লসের উপকরন হিসাবে, নচেৎ শ্রেফ ব্রিজের উপর দিয়ে ফেলে দিচ্ছিস পানিতে, পানিতে না পরে সে লাশ ঝুলে থাকে ব্রিজের পিলারে, ফেলানীর ঝুলে থাকার মত। পরে বেয়রিস লাশ হিসাবে কবর দেয় আন্জুমানে মুফিদুল ইসলাম, ভাবছিস কার কথা বলছি মডেল কন্যা তিন্নিকে তো নিশ্চই ভুলে যাসনি? তোরা পারিসও! তোরা আসলে মুসলিম নাম ধারি না আস্তিক বুঝলি। এক কানাডিয়ান একবার আমার কাছে জানতে চাইলো তোমার দেশ কোথায়? বললাম বাংলাদেশ।

তখন সে বললো, প্রভা'স কান্ট্রি? ইউ আর সো লাকি ম্যান। ইউর কান্ট্রি গার্ল আর সো হট (গরম) ডু ইউ ইনজয় উইথ প্রবা। হাউ হট সি ইজ? আমার তখন গর্বে মরে যাবার অবস্থা, মনে হয় নারী জাগরনের অগ্র পথিক বেগম রোকেয়াও এতো বড় সম্মন পেলে গর্বে বিষ খেয়ে সুইসাইড করত। আমি কেবল বল্লাম আওয়ার কান্ট্রি ইজ নট এ ব্রথেল এজ লাইক ইউরস। " "ভালো কথা তোর প্রভাতো বিয়ে করেছে নে তোরে তিনটা ললিপপ সহ প্রভারতিনটা ছবি দিলাম।

দেখ তোর ভালো লাগবে। " ১। ২। ৩। মুখ বন্ধঃ এরা আমার দুই বন্ধু, একজন আর একজনার সাথে মতে বেমিল অনেক, একেবারে সাপে-নেউলে, ওরা মাঝে মাঝেই আড্ডার মধ্যে এধরনের তর্ক জুড়ে দেয়, আমি তার থেকে কিছু অংশ নিয়ে লেখাটা দিলাম, মবিন চরম কিছু সত্য কথা গরম ভাষায় বলেছে, আর আমি চরিত্রে যে আছে আমার সেই বন্ধুর মতে- ব্যাটা আসলেই একটা কট্টর পন্থী, আধুনিক যুগ মেয়েরা একটু খোলামেলা না হলে কি আর আমাদের সাধের সোকল্ড প্রগতিশীলতা চলে! এবার আমার কথা বলি, আমজনতার কথা ওদের কথা থেকে আমি কেবল একটা কথাই বুঝি, যেকরেই হোক আমাদের মা, বোন, বৌ কে পন্য হবার হাত থেকে আমাদেরই বাচাতে হবে, প্রগতীশিল রা চায় তাদের পন্যের মজুত বাড়াতে, আমাদের কি উচিৎনা এই সব মজুত দার দের সামনে রুখে দ্বাড়ানো।

ছবি গুলো কেবল মাত্র ভিজুয়ালাইজেসনের সুবিধার জন্য ব্যাবহার করা হয়েছে। ব্যাক্তি গত ভাবে আমার সাথে প্রভা অথবা চৈতি কারো সাথেই শত্রুতা নেই, এটা কেবলই একটা সচেতনতা মুলক পোষ্ট। আমরা চাইনা আমাদের বোনরা বিশ্ব বাজারের পন্য হোক, তারা আমাদের সাথে বেচে থাক সঠিক ইজ্জত এবং সম্মান নিয়ে। Book এর o দুটা যে Vowel, আর বাধনের কথা তো জাতী ভুলেনাই সেই মহান চুল খোলা তার -ফেইস-বুঊঊক, এই দুইটা ব্যাপারে যাদের সমস্যা আছে তাদের যন্য একটা ছোট পুরান জোকস, এক ছাত্রি তার ইংলিশ টিচারের কাছে গ্যাছে গ্রামার পড়তে, ছাত্রিটিকে টিচার জিগ্যেস করলেন বলোতো মা তোমার বুকের ও দুটো কি? ছাত্রিটি তখন লজ্জায় কষ্টে মাষ্টার কে বললো ছিঃ স্যার আপনে এতো খারপা, আপনি এই কথা আমাকে কিভাবে জিগ্যেস করলেন, বলে কাদতে লাগলো। শিক্ষক ব্যাপার টা বুঝতে পেরে ছাত্রিকে বুঝুয়ে বল্লেন আরে বোকা বইয়ের ইংলিশ Book আর Book লেখতে যে দুইটা oলাগে সে দুইটা হইলো Vowel, জোকসটা যদি বুঝে থাকেন তাইলে মনে হয় বাধনের ফেইস বুউউক সম্পর্কে আর কিছু বলার প্রয়জন নাই।

শেষ কথাঃ প্রভার তিনটা ছবি দেবার কারন- নারী জাগরন, নারী উন্নয়ন, নারী ক্ষমতায়ন, নারী সমঅধিকার, এসব কিছুর ফলে উৎপাদিত ফসলের বাম্পার ফলনের ব্রকিং নিউজ দেশ জতী তথা সমগ্র বিশ্বের সামনে তিনিই প্রথম মেলে ধরেছিলন, এর পরই অবশ্য চৈতির অবস্হান তা যা হোক তাই প্রভাকে শ্রধ্বা ভরে তার তিনখান ছবি আমি পোষ্টাইছি। ১। পোষ্ট টি আমার সবচেয়ে প্রিয় লেখার একটি। আমি রাজাকারের সন্তান বলছি। ২।

কোন এক অদৃশ্য কারনে পোষ্ট টি ১ম পাতা থেকে সরিয়ে ফেলে হয়ে ছিলো। ۞আসিফ মহিউদ্দিন যে প্রশ্ন গুলার জবাব দিলো না। ۞এই মুহুর্ত থেকে কিছুটা ১৮+ ৩। এটি উৎসর্গ করা হয়েছে হিলারি কে যে কিনা মুখে মানবতার কথা বলেও নিজের মানবতা গ্যান কতটুকু তাই জানেনা। একটি সাইন্সফিকসন ও সমকামীতা (১০০০ শীত বসন্ত শেষে ১৮+) ৪।

রুমান ম্যাডাম কে বিপ। কেবল নারী নির্যাতনকে-ই নয়, পরকীয়াকে ও না বলুন। (দয়া করে পোষ্ট টি পড়ুন জীবন বাচঁতে পারে)আংশিক ১৮+ ৫। এটি একটি সচেতনতা মুলক পোষ্ট। ভিডিও টি দেখুন (এটি ১৮+ নয়,তবে ১৮+ দের জন্য ব্যাপোক ভাবে শিক্ষার একটা বিষয়।

) ৬। বন্দে মাতারাম বলে যারা গলায় রক্ত উঠিয়ে ফেলে তাদের যন্য কিছু শিক্ষনিয় থাকতে পারেঃ সারে জাহাসে আচ্ছা(দুর্বল চিত্যের লোকদের পোষ্ট টিতে না ঢোকার অনুরোধ জানাচ্ছি। ) ফেইস বুকে আমাকে আমার পেইজ দেখতে চাইলে নিচের লিংকে যানঃ View this link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।