আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মা’র দরপত্র মূল্যায়ন করবে এডিবি: মুহিত

ভারতের রাজধানী নয়া দিল্লিতে বসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আশাপ্রকাশ করেন, এডিবি ও জাইকা এই প্রকল্পে অর্থায়নেও ফিরে আসবে।
২ থেকে ৫ মে নয়া দিল্লিতে এডিবি’র বার্ষিক সভায় অংশ নেন মন্ত্রী।
মুহিত বলেন, “বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতার কারণে সরে গেলেও পদ্মা সেতু প্রকল্পে এডিবি নতুন করে সম্পৃক্ত থাকতে রাজি হয়েছে।
“পদ্মা সেতুর জন্য যে সব টেন্ডার আহ্বান করা হবে প্রথমে তা আমাদের নিজস্ব মূল্যায়ন কমিটি দিয়ে ভালোভাবে মূল্যায়ন করা হবে। পরে তা এডিবি’র কাছে পাঠানো হবে মূল্যায়নের জন্য।

এডিবি গুরুত্বপূর্ণ এই কাজটি করে দিতে রাজি হয়েছে। ”
অর্থমন্ত্রী বলেন, “নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করবো। এখন পর্যন্ত আমরা এই সিদ্ধাতেই আছি। আগের ডিজাইনেই সেতু হবে। যেহেতু বিশ্ব ব্যাংককে আমরা ‘না’ করে দিয়েছি।

পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা আমাদের এই প্রকল্পে এডিবিকে ইভালুয়েট করে দিতে বলেছিলাম।
“তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছিল। সভা চলাকালে এডিবি’র নতুন প্রেসিডেন্টের সঙ্গে আমার বৈঠক হয়েছে। সেখানেও আমি বিষয়টি উত্থাপন করি। তিনি রাজি হয়েছেন।


এডিবি মূল্যায়ন করে দিলে আন্তর্জাতিক অঙ্গনে ‘আমাদের এই স্বপ্নের প্রকল্পে’র গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে বলে হেসে মন্তব্য করেন মুহিত।
“সেক্ষেত্রে টেন্ডার আহ্বান করলে বিশ্বের ভালো ভালো ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেবে। আমাদের এই সেতুর জন্য পয়সা সমস্যা নয়। বর্তমানে প্রায় ১৫ বিলিয়ন ডলারের যে রিজার্ভ আছে তা থেকে ১৮০ কোটি ডলারের যে বিদেশি মুদ্রা লাগবে তা যোগান দেয়া সমস্যা হবে না।
“সমস্যা ছিল আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার।

এডিবি রাজি হওয়ায় সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। সে কারণেই বলছি আমাদের জন্য এটা একটি ‘গুড নিউজ’।
“এটা আমাদের জন্য অবশ্যই একটি ভালো খবর। অপেক্ষা করেন, দেখতে পাবেন অর্থায়নেও ফিরে আসবে এডিবি। জাইকাও আসবে।


পদ্মা প্রকল্পে এডিবি’র ফিরে আসা নিয়ে নতুন প্রেসিডেন্টের সঙ্গে আলাপ হয়েছে কিনা- এ প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “অবশ্যই আলাপ হয়েছে। আমরা যেমনটি চেয়েছিলাম, তেমনটিই পেয়েছি। আমি তার কাছে পদ্মা সেতুতে এডিবি’র ফিরে আসার বিষয়টি উত্থাপন করলে তিনি ইতিবাচক মনোভাব দেখান। বলেন, ‘আমি নতুন দায়িত্ব নিয়েছি। ভালোভাবে বিষয়টি পর্যালোচনার পর এডিবি’র বোর্ডে উত্থাপন করা হবে।

বোর্ড সিদ্ধান্ত নেবে’। ”
দুর্নীতির অভিযোগ ওঠার পর দীর্ঘ টানাপোড়েন শেষে চলতি বছরের শুরুতে ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে বাংলাদেশ।
বিশ্ব ব্যাংক বাদ পড়ার পর ঋণদাতা অন্য দুই সংস্থা এডিবি ও জাইকাও প্রকল্প থেকে সরে যায়।
এরপর নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের ঘোষণা দেয়ার মধ্যেই এডিবি ও জাইকাকে ফিরিয়ে আনার চেষ্টায় রয়েছেন অর্থমন্ত্রী।
এডিবি ও জাইকাকে ফেরানোর প্রক্রিয়া জানতে চাইলে তিনি হেসে বলেন, “অপেক্ষা করেন, দেখেন কীভাবে ফিরে আসে।


“এই মাসেই আমরা সেতুর টেন্ডার আহ্বান করবো। নদী শাসন, মূল সেতু নির্মাণ এবং পরামর্শক নিয়োগে আলাদা আলাদা টেন্ডার আহ্বান করা হবে। ”
মুহিত বলেন, “পদ্মা সেতুর কাজ যেখানে গিয়ে থেমে ছিল, সেখান থেকেই শুরু করা হবে। পদ্মা সেতুর জন্য প্রাক-যোগ্যতা যাচাই সংক্রান্ত যে কমিটি করা হয়েছিল সেই কমিটি মূল সেতু নির্মাণের জন্য পাঁচটি এবং পরামর্শক নিয়োগের জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে বাছাই করেছিল। ”
“তার মধ্যে এসএনসি লাভালিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটিকে বাদ দেয়া হয়।

এখন যে দরপত্র আহ্বান করা করা হবে তাতে আগের বাছাই করা চারটি প্রতিষ্ঠানকেই দরপত্র জমা দিতে বলা হবে। ”
মুহিত বলেন, “টেন্ডার আহ্বানের ৪২ দিনের মধ্যে জমা দিতে হবে। যে করেই হোক আমাদের সরকারের মেয়াদেই মূল সেতুর কাজ শুরু করা হবে “
এডিবির সভায় অংশগ্রহণকারী জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক নাকাহারা মাসাতাকা ২ মে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, যদি নতুন কাঠামোয় তাদের অর্থায়নের সুযোগ তৈরি করে দেয়া হয়, তবে নতুন করে আলোচনা করতে তারা রাজি।
“আমরা আলোচনা করতে তৈরি, যদি বাংলাদেশ সরকার চায়,” বলেন তিনি।
এডিবি কর্মকর্তা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি)সচিব আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গেও বৈঠক করেন।


পদ্মা সেতু প্রকল্পে এডিবি ৬১ কোটি ডলার এবং জাইকা ৪০ কোটি ডলার ঋণ দিতে চেয়েছিল, যা মোট নির্মাণ ব্যয়ের এক-তৃতীয়াংশ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.