এক বাচালের ব্লগে স্বাগতম কে কইছে পদ্মা সেতু হইব না???
অবশ্যই হইব। যদি আমার টেকনিক ফলো করা হয়। আমার টেকনিক ফলো করা হইলে পদ্মা সেতুও তখন হইব এমনকি দ্বিতীয় পদ্মা সেতুও তখন হাতের বালি হয়ে যাবে। সো সি দ্য টেকনিকস!!!!
নাম্বার ওয়ান ফারুক খান টেকনিক:
কম খাওয়া নীতিটা কি আবার তা মনে কইরা নেন। কম খান দেশের টাকা বাচান।
এতে বহুত টাকা বাচবে। বেশি খাওয়ার উপর উচ্চমাত্রায় কর বসানো হবে। আর যারা কম খেয়ে টাকা বাচাবেন তাদের কে পুরষ্কার স্বরূপ একদিন পদ্মা ব্রিজ এর উপর ব্যয়াম ফাও কইরা দেয়া হবে
নাম্বার টু:কনসার্ট টেকনিক
জাস্টিন বিবাররে কে পছন্দ করেন হাত উঠান। হাতেগোনা হাত ওঠার কথাএই ছাইয়ারে দিয়া ছাইয়া কনসার্ট করা হবে। যারা আসবেন ভালা কথা টিকিট কিনা ঢুকবেন আর না আসলে গদাম দিয়া টিকিটের ডবল টাকা উঠাইয়া নয়া হবে।
এক নাম্বারের চিকা
নাম্বার থ্রি গিনেস বুক পদ্ধতি
সাজেদা চৌ এর কথাটা মনে আছে তো??ওনার নাম গিনেস বুকে উঠানো হবে এই বলে যে এক বেলায় ২২হাজার কোটি টাকার বাজার করেন তিনি যা একটা রেকর্ড। অতঃপর ওনাকে দিয়া কিছু কামাই করা হবে নিচের ছবিটা দেখেন
৪। ফেবু ইউজারদের উপর অতিমাত্রায় কর বসাইয়া দিলে বাংলার সকল পুকুর নদী খাল বিলের উপর একখান করিয়া সেতু বানাইয়া দেয়া যাবে। এইরকম
৫। ছাগু ভাদা পাদা এগোর যাবতীয় সম্পত্তি লোপাট করা হবে
৬।
মানুষ বান্দর থিকা মানুষ হইছে। আর এইটা অনেক লং প্রসেস ছিল। কিন্তু মানুষ অতি সহজে কেমনে কালো বিড়াল হয় সেইটা ম্যাজিকের মাধ্যমে দেখাইয়া প্রভূত টাকা আয় করতে পারেন। ম্যাজিক ফিচারিং রেলমন্ত্রী>রেল্লুমন্ত্রী>বিল্লুমন্ত্রী দ্বারা এটি করা যায়।
৭।
সাহারা খাতুন একঘন্টা অতি জ্বালাময়ী বক্তৃতা দিবেন। ইহা যাদের ভালো লাগবে না তাহারা অবিলম্বে চাদা প্রদান করিয়া পদ্মা সেতু করতে হইবেক।
৮। আবুল হোসেন রে চিড়িয়া খানায় পাঠায় দিলে এরে দেখতে লক্ষ মানুষ ভীড় করবে। চাইকি বিদেশ পাঠিয়ে দিলে এই আজব চিড়িয়ারে দেখতে অনেকেই বহুত টাকা দিয়ে দেখতএ আসবে।
উসাইন বোল্টের সাথে এর একটা চ্যারিটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা যায়
৯। শখ সারিকা এদেরকে দিয়া ''নতুন করে হোকনা শুরু পদ্মা সেতু'' নিয়া গান রচনা করিয়া পদ্মা সেতুর বিজ্ঞাপন প্রচার করা হইব। পদ্মা নদীতে শুটিং করা হইবে। তখন সবাই চাদা প্রদানের জন্য ঝাপিয়ে পড়বেন।
১০।
সকল অপারেটর কোম্পানি এই মর্মে সবাইকে মেসেজ দিবে যে এত তারিখের মধ্যে রিচার্জ করলে বোনাস পাবেন যা জমা হবে পদ্মা ব্রিজ ফান্ড এ
১১। এইটাই হইল সেই বিপদ। যারা এই পোস্টে অলরেডি ঢুকিয়া পড়ছেন তাদের মধ্যে যে ভালো লাগা বাটন প্রেস করিবেন না অথবা কমেন্ট করিবেন না তাহাদের জন্য বিপদ। তাহাদেরকে অতিমাত্রায় চাদা প্রদান করিতে বাধ্য করিয়া অবিলম্বে পদ্মা সেতু বানানো হইবে
আপনার কোনো আইডিয়া আছে নাকি??
থাকলে জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।