কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... পত্রিকায় পড়লাম পদ্মা ব্রিজ না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে পত্রিকা ওয়ালারা খুব তৃপ্তির ঢেকুর তুলছেন। কিন্তু বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী জাতীর জনকের সুযোগ্য কন্য জননেত্রী শেখ হাসিনা তার ওয়াদা বাস্তবায়নে বদ্ধ পরিকর ।
ভারত সরকারের সাথে বর্তমানে তিস্তা চুক্তি হওয়া না হওয়া নিয়ে যে সংশয় দেখা দিয়েছে, তাই বাংলাদেশের পক্ষে নিজস্ব একটা শক্তিশালী পানি নীতি হতে যাচ্ছে।
সেই পানি নীতির অংশ হিসাবে পদ্মা ব্রীজ বহুমুখি করনের প্রস্তুতি হিসাবে ব্রীজ ,রেল ব্রীজ এবং সারা দেশের পানির প্রবাহ নিশ্চিত করতে এই খানেই একটি ব্যারেজ করার পরিকল্পনা নিয়েছেন পরিকল্পনা মন্ত্রনালয়।
তাছাড়া ভারত যে সব স্থানে ব্যারেজ করেছে ।
সেই খানে বর্ষা মৌসুমে যাতে ইচ্ছে মতো পানি নিষ্কাষন করতে না পারে । সেই সব স্থানে ক্রস ড্যাম ব্যারেজ করে পানি বাঁধা দেয়ার পরিকল্পনা করছে সরকার। আর বর্ষা মৌসুমে প্লাবিত হবে ভারতের নিম্নাঞ্চল।
বাংলাদেশ এই পদ্মা ব্যারেজের মাধ্যমে সারা বছরের জন্যে পানি ধরে রাখার পরিকল্পনা করছেন। এবং সুন্দর বন সহ উপকুলিয় অঞ্চলকে লবনাক্ততা মুক্ত করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।