আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মা সেতু প্রকল্পের জন্য প্রথম জীবন উৎসর্গকারী সোহেলের নামেই হোক পদ্মা সেতু। "শহীদ সোহেল রানা সেতু"...

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর বাক্স-বন্দুক নিয়ে বিশ্ববিদ্যালয়ে চাঁদা তুলছে সোনার ছেলেরা ওহে পদ্মা, আর কত ছোবল দিবেগো তুমি? প্রমত্ত পদ্মা এক সময় কত মানুষের বাড়ি ঘর ভেঙ্গে নিয়েছে তার হিসেব নেই, এরপর পদ্মার মুখে ফারাক্কার বাধে পদ্মা মরুভূমি হয়ে কত মানুষ জীবন-জীবিকা হারিয়ে পথে বসেছে তারও হিসেব নেই, আর এখন পদ্মা সেতু নিয়ে দুর্নীতির নামে কত টাকা মারা হয়েছে-হচ্ছে তারও যেমন হিসেব নেই তেমনি এই সেতু এখন বিশ্বে মানচিত্রে বাংলাদেশের ইমেজকে করেছে ক্ষতবিক্ষত। এই গেলো একদিক। অন্যদিকে সরকারের কর্তাব্যক্তিরা পদ্মা সেতু দেশের টাকায় বানিয়ে ফেলবে ঘোষণা দিয়ে তার টাকা তোলার দায়িত্ব দিয়ে দিনে দিনে ফ্রাঙ্কেনস্টাইন দানব হয়ে উঠা ছাত্রলীগকে। এমনিতেই চাঁদাবাজি-টেন্ডারবাজী-ছিনতাই করে যাদের জিবন-জীবিকা সেই ছাত্রলীগ যেন চাঁদাবাজির বৈধ লাইসেন্সই পেয়ে গেলো। আর যায় কোথায়।

সারাদেশে হুমড়ি খেয়ে নেমে গেলো ছাত্রলীগের 'সোনার' ছেলেরা। আর তাদের পিছন দিয়ে উৎসাহ দিতে থাকলো তাদের থেকেও নিকৃষ্ট কিছু দলবাজ শিক্ষক। সেরকম এক ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুস সোবহান ছাত্রলীগের পদ্মা সেতু প্রকল্পের নামে চাঁদাবাজির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ছাত্রলীগ চাঁদা তোলার জন্য একেবারে বাক্স-বন্দুক নিয়ে নেমে পরে। আর তারই ধারাবাহিকতায় ভিসির উদ্বোধন করার মাত্র দুদিনের মাথায় চাঁদার ভাগ বাটোয়ারা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে লেগে যায় গোলাগুলি।

সেই গুলির আঘাতে গতকাল প্রান যায় সোহেল নামে ছাত্রলীগের এক নেতার। এই হল অবস্থা! কুসংস্কারাচ্ছন্ন মানুষের মাঝে একটা বিশ্বাস কাজ করে যে, কোথাও ব্রিজ বানাতে গেলে নাকি কিছু মানুষকে ঐ নদী খাবেই। অর্থাৎ কিছু মানুষ নাকি কুরবানী হয়েই যায়। পদ্মা সেতু তাহলে এবার হবেই বোধহয়। কুরবানী কিন্তু শুরু হয়ে গেছে.... (কপি ফ্রম- View this link ) পদ্মা সেতু প্রকল্পের জন্য প্রথম জীবন দান কারী সোহেলের নামেই হোক প্রথম পদ্মা সেতু।

"শহীদ সোহেল রানা সেতু"... এরপর বিএনপি এলে এমন আত্নত্যাগকারী দলীয় শহীদের জন্য করবেন দ্বৃতীয় পদ্মা সেতু। নামটা কি হবে সেটা সময়ই বলে দিবে। "________ "....  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.