আমাদের কথা খুঁজে নিন

   

হজের করণীয়

আমি গর্ব করি--কারণ আমি মুসলিম। আমি গর্ব করি-- আমি রাসুল(স.) এর একজন উম্মত। আমি আমার বাবা-মা কে নিয়ে গর্ব করি। আমি গর্ব করি--কারণ আমি একজন বাঙগালী। ..... ""লাব্বাইক, আল্লাহু্ম্মা লাব্বাইক"" :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: হজের ফরজ তিনটি: ১) নিয়ত করা ২) জিলহজের ৯ তারিখে আরাফার ময়দানে অবস্থান করা ৩) তাওয়াফে জিয়ারত করা হজের ওয়াজিব ছয়টি: ১) দশই জিলহজ রাতে সুবহে সাদিকের পর মুযদালিফায় অবস্থান করা ২)সাফা ও মারওয়া এর মাঝখানে সাতবার সা'ঈ করা ৩) মিনায় জামরাহ সমূহে (শয়তানের চিহ্ন) কঙ্কর নিক্ষেপ করা ৪) কোরবানি করা ৫) মাথার চুল মুন্ডানোর মাধ্যমে ইহরাম খোলা ৬) বিদায়কালীন তাওয়াফ করা হজের সুন্নত সমূহ: ১)তাওয়াফে কুদুম করা।

২) তাওয়াফে কুদুমে ১ম তিন চক্ষর রমল করা (সজোরে, দ্রুত ও তেজোদৃপ্ত পয়ে, ছোট ছোট পা ফেলে, বুক ফুলিয়ে কাঁধ হেলিয়ে, প্রদর্শন করে তাওয়াফ করা) মহিলারা রমল করবে না। (এ তাওয়াফে রমল না করলে বিদায়ি তাওয়াফে বা তাওয়াফে জিয়ারতে রমল করা যায় ) ৩) ৮ই জিলহজ দিবাগত রাতে মিনায় রাত যাপন করা। ৪) ৯ই জিলহজ সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফাতের ময়দানে গমণ কর। ৫) আরাফাতে গোসল কর। ৬) মাগরিবের ওয়াক্ত হওয়ার পর আরাফাত ময়দান থেকে রওনা হওয়।

৭) আরাফাতের ময়দান থেকে প্রতয়াবর্তনের পথে মুযদালিফায় সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত রাত যাপন করা। ৮) ৮,১০,১১,১২ই জিলহজ দিবাগত রাতে মিনায় থাকা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।