আমাদের কথা খুঁজে নিন

   

হজের টাকা জমার সময় বেড়েছে

সরকারি ও বেসরকারিভাবে হজ গমনেচ্ছুদের টাকা জমার শেষ সময় ছিলো ৩০ মে। এই সময়সীমা অতিক্রান্ত হওয়ার আগে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিলো ধর্ম মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (হাব) সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে টাকা জমা দেয়ার সময় ১১ দিন বাড়ানো হয়েছে।
ধর্মসচিব কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সচিবালয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়।
গত ২১ মার্চ দুই ধরনের হ্জ প্যাকেজ ঘোষণা করে সরকার।

এসব প্যাকেজের আওতায় চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ অক্টোবর হজ হতে পারে।
এবার অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব যাওয়া যাবে। সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যেতে পারবেন।
চলতি বছর এক নম্বর প্যাকেজে তিন লাখ ৪৭ হাজার ২৭ টাকা এবং দুই নম্বর প্যাকেজে দুই লাখ ৭৮ হাজার ৭৪২ টাকায় হজে যাওয়া যাবে।


এছাড়া প্রত্যেক হজযাত্রীকে কোরবানি বাবদ নয় হাজার ৪৫০ টাকা সঙ্গে নিতে হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।