আমাদের কথা খুঁজে নিন

   

হজের শুরুতে মিনায় লাখো মুসল্লি

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী মিনায় মুসল্লিদের অবস্থান নেয়ার মধ্য দিয়ে হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বৃহস্পতিবার আরাফাতের ময়দানে জড়ো হবেন মুসল্লিরা, যাকে হজের মূল অনুষ্ঠান বলা হয়। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এই বছর হজ পালন করছে ১৫০টি দেশের ২০ লাখের মুসলিম, যার মধ্যে প্রায় সোয়া এক লাখ গেছেন বাংলাদেশ থেকে। আরব নিউজ জানায়, হজ পালনে আসা মুসল্লিরা মক্কা থেকে মঙ্গলবার রাতে পাশের ছোট শহর মিনায় জড়ো হতে শুরু করেন।

সাদা কাপড়ে আচ্ছাদিত বিভিন্ন বর্ণ, ভাষা, জাতীয়তার লাখো মুসল্লির কেউ বাসে, কেউ গাড়িতে, কেউবা হেঁটেই মিনার পথে রওনা হন, যাদের সবার মুখে ছিল ‘লাব্বায়েক’ ধ্বনি। বুধবার দুপুরের মধ্যে সব মুসল্লি মিনায় অবস্থান নিয়েছেন বলে জানায় সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি। হজ কমিটির চেয়ারম্যান ও সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ বিন আবদুল আজিজ মুসল্লিদের এই মিনা যাত্রা দেখেন। হজ সুষ্ঠুভাবে পালনের জন্য সব ব্যবস্থাই নেয়া আছে বলে জানান তিনি। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, মিনার আবহাওয়া এখন ভালো, মৃদুমন্দ হাওয়া বইছে।

মিনায় তাঁবু খাটিয়ে মুসল্লিরা অবস্থান করছেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মিনায় অবস্থান করে প্রার্থনা করবেন মুসল্লিরা। বৃহস্পতিবার সকালে তারা সমবেত হবেন প্রায় ৬ কিলোমটিার দূরে আরাফাতের ময়দানে। সেখানে খুতবা শুনবেন তারা, যা হজের মূল অনুষ্ঠান হিসেবে পরিচিত। খুতবা শোনার পাশাপাশি দিনভর ইবাদত বন্দেগির পর রাতে মিনার পথে মুজদালিফায় অবস্থান নেবেন মুসল্লিরা, যেখানে পাথর সংগ্রহ করবেন তারা, যা পরে মিনায় জামারাতে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে ছোড়া হবে।

শুক্রবার সকালে মিনায় ফিরে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছোড়ার পর পশু কোরবানি দেবেন মুসল্লিা। তারপর কাবা ঘর প্রদক্ষিণ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন তারা, পরিচিত হবেন হাজি হিসেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৯১৩ ঘ.  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।