আমাদের কথা খুঁজে নিন

   

বুয়েটে ভিসি, প্রো-ভিসি অপসারণের আন্দোলনঃ আমার পরামর্শ

সহজ সরল মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা গতকাল বুয়েটের ভিসি, প্রো-ভিসি অপসারণের আন্দোলনে জরিতদের কে হুশিয়ারি দিয়েছেন। হাসিনার হুশিয়ারী তার বক্তব্যের পরে এটা একেবারেই পরিস্কার যে তিনি তার প্রিয় গৃহশিক্ষক এস.এম. নজরুলকে ভিসি পদ থেকে সরাবেন না। আর শিক্ষামন্ত্রী বুয়েট শিক্ষক-শিক্ষার্থীদের দাবির কিছু মেনে নিয়ে তাদেরকে একাডেমিক কার্যক্রম চালাতে অনুরোধ করেছেন কিন্তু তার এই অনুরোধ কবে কার্যকর হবে তারও সুনির্দিষ্ট কোন সময় নাই। ধাপে ধাপে দাবিপুরণ । তাই বুয়েটের অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আমার কিছু পরামর্শ : ১।

বুয়েট শিক্ষার্থীদের উচিত হবে তাদের মত কর্মসূচী দেওয়া। ২। শিক্ষকদের উচিত হবে গন পদত্যাগ করা। ৩। শিক্ষক এবং শিক্ষার্থী কারোর উচিত হবে না সরকারের ডাকে আবারো তাদের সাথে আলোচনায় বসা।

প্রয়োজন হলে সরকার বুয়েটে এসে ভিসি প্রোভিসি কে সরিয়ে বুয়েটেই আলোচনায় বসবে। পরামর্শ দুই এর ব্যাখ্যাঃ গন পদত্যাগ আসলে পদত্যাগ না। এতে কর্তৃপক্ষ অনেক বেশি চাপে পড়বে এবং আন্দোলন ত্বরান্বিত হবে। সাথে সাথে আমাদের শিক্ষকবৃন্দের চাকরি দীর্ঘস্থায়ী হবে অন্যথায় কবির স্যার এর মত অন্যায়ের শিকার হতে হবে। বুয়েট শিক্ষক লুৎফুল কবিরের পদত্যাগ পরামর্শ এক এর ব্যাখ্যাঃ শিক্ষকরা স্বাভাবিক ভাবে হবেন আদর্শবান, নীতিবান।

তাদের পক্ষে কোন উদ্ধত কাজ করা যেমন সম্ভব না তেমনি কাউকে উস্কানি দেওয়াও সম্ভব না। তাই বাংলাদেশ স্টাইলের আন্দোলন মানে ভিসির বাসার গ্যাস, বিদ্যুত, পানি ইত্যাদির লাইন কেটে দেওয়া জাতীয় কিছু করতে চাইলে শিক্ষকদের সাথে থেকে করা সম্ভব না। গত কয়েক মাস ধরে পরিস্থিতি লক্ষ্য করে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই দেশে এই দেশি আন্দোলন না করে সফলতা আসবে না। প্রয়োজন হলে ভিসিকে অবরুদ্ধ করে তার সব সাপ্লাই বন্ধ করে দিতে হবে। সাথে সাথে ৪০০০ শিক্ষার্থীর জীওবনের এতগুলো মূল্যবান সময় নষ্টের জন্যে নজরুল এর বিচার চাইতে হবে।

পরামর্শ তিন এর ব্যাখ্যাঃ শিক্ষক এবং শিক্ষার্থী কারোর উচিত হবে না সরকারের ডাকে আবারো তাদের সাথে আলোচনায় বসা। প্রয়োজন হলে সরকার বুয়েটে এসে ভিসি প্রোভিসি কে সরিয়ে বুয়েটেই আলোচনায় বসবে। কারন কয়েকজন প্রতিনিধিকে কনভিন্স করা যতটা সহজ হাজার হাজার আন্দোলনকারীকে কনভিন্স করা ততটাই কঠিন। আর সফলতার জন্যে আন্দোলনের গ্রাউন্ডে থেকে আলোচনা করাটা অনেক অনেক বেশি জরুরি। পরিশেষে বুয়েটের ভিসি, প্রো-ভিসি অপসারণের আন্দোলনের সাথে একাত্বতার বুয়েটের বাইরের কিছু ছবি দিচ্ছি যা বুয়েটের আন্দোলনকারীদের অনুপ্রেরণা যোগাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.