বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ভিসি ও প্রো-ভিসির পদত্যাগের দাবিতে আবারো আন্দোলন শুরু করতে যাচ্ছেশিক্ষক সমিতি। সরকার থেকে এখনো কোন সিদ্ধান্ত না আসায় তারা নতুন কর্মসূচী ঘোষণা করেছে।
মঙ্গলবার শিক্ষক সমিতির সাধারন সভায় নতুন কর্মসূচী নেয়া হয়। সভায় ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী শনিবার থেকে প্রতিদিন দু'ঘন্টা কর্মবিরতি এবং পরের সপ্তাহ থেকে টানা কর্মবিরতির ঘোষণা দেন তারা।
বুয়েটে ইতিহাসে এরকম সংকট এটাই প্রথম।
এ নিয়ে সাধারন শিক্ষার্থীদের মাঝে সেশনজটের আতংক বিরাজ করছে।
এ বিষয়ে বুয়েটের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক আশরাফুল আলম বলেন, সরকারে উপরমহল থেকে আমাদের সাথে এখনো যোগাযোগ করা হয় নি। তবে গোয়েন্দা সংস্থা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের দাবি বাস্ত্মবায়নের কোন আশ্বাস আমরা পাই নি। এজন্য আবারো আমরা আন্দোলনের দিকে যাচ্ছি।
তবে বুয়েটের ভিসি অধ্যাপক ড. নজররুল ইসলামের দাবি বুয়েটে নিয়মিত ক্লাশ হচ্ছে। তিনি জানান, সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলে আমি দায়িত্ব ছেড়ে দিব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।